আমাদের কথা খুঁজে নিন

   

ওবায়দুল কাদেরকে ক্লোন বা কপি করার কোন পদ্ধতি কারো জানা আছে কি?

আমাদের আওয়ামীলীগের মাননীয় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মতো কয়েকজন মন্ত্রী যদি বাংলাদেশ পেয়ে যেত তাহলে আল্লার ফজলে আমাদের দেশটা আসলেই সোনায় পরিনত হতো বলে আমার বিশ্বাস। জনগণের সেবায় এই মন্ত্রীর এক বিশেষ অবদান রয়েছে আর মন্ত্রীদের মাঝে যা পাওয়া কঠিন। দলের চাইতে দেশ ও জাতিকে বড় করে দেখেন বলে অনেক প্রমান পাওয়া যায়। অসৎ, ধোকাবাজ ও প্রতারকদেরকে তিনি অনেকবার সবার সামনে কথার ধোলাই দিয়েছেন। দেখেছেন তা কখনও? আমার তা দেখে মনটা প্রফুল্ল হয় - আনন্দ আসে।

বাংলাদেশে এমন মন্ত্রীও আছে - গর্বে মনটা ভরে যায়! গতকাল তিনি বলেছেন যে আমাদের দেশে কিছু দায়িত্বশীল নেতা আছেন, যাদের কর্মকাণ্ড দায়িত্ব জ্ঞানহীন। তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছেন। তিনি পাল্টাপাল্টি বক্তব্য থেকে সবাইবে সরে আসার আহ্বান জানান বলে খবর প্রকাশ হচ্ছে। আকর্ষণীয় ব্যাপার হলো এই নেতারা কোন দলের তা আমার মতে তিনি বিজ্ঞতার সাথে অপরিষ্কার রেখেছেন। তিনি নাকি আরো বলেছেন যে আও্য়ামীলীগ গত চার দশক ধরে ভাষণ-ই দিতে ছিল আর অন্যরা ছিল অ্যাকশনে।

এই সময়ে তলে তলে যেসব দল নিরবে সাংগঠনিক শক্তি বাড়িয়েছে তাদেরকে এখন মোকাবেলা করতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন বলেও খবর পড়েছি। কি সূক্ষ্মদৃষ্টিপূর্ণ বক্তব্য! এ রখম গোটা কয়েকজন মন্ত্রী পেয়ে গেলে বাংলাদেশ সত্যিই সোনার দেশ হতো বলে আমার ধারনা। আপনি কি মনে করেন?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.