আমাদের কথা খুঁজে নিন

   

রাখতে পারব না, এমন কথা দেব না: ওবায়দুল কাদের

“এমন কথা দেব না, যে কথা রাখতে পারব না,” বলেছেন তিনি।
সোমবার দুপুরে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় সড়ক উন্নয়নের কাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
গত একমাসে তিনি তিনবার কেরানীগঞ্জের ওই রাস্তার মেরামত কাজ দেখতে যান।
বুড়িগঙ্গা সেতুর ওপর বাস স্ট্যান্ড কেন- জানতে চাইলে মন্ত্রী বলেন, ইজারা নেয়া বন্ধ করা হলে বাস স্ট্যান্ডও থাকবে না।
অচিরেই কি বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর টোল ইজারা বন্ধ হবে কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের প্রশ্নকারী সাংবাদিককে বলেন, “সব কথা মন্ত্রীর কাছে জানতে চাইবেন না এবং মন্ত্রীকে দিয়ে সব কথা বলানোর চেষ্টা করবেন না।


প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কারের কাজ দেখতে কয়েকদিন আগেও এসেছিলেন মন্ত্রী। সেদিন তিনি ঠিকাদারের কাছে জানতে চেয়েছিলেন, কত দিনের মধ্যে শেষ হবে?
উত্তরে ঠিকাদার মন্ত্রীকে বলেন, ১০ দিন লাগবে। মন্ত্রী তখন বলেন, একাদশ দিনে আমি আসব।
এরপর ত্রয়োদশ দিনে ওই সড়কের কাজ দেখতে যান ওবায়দুল কাদের।
সড়কের কাজে সন্তুষ্ট কি না- জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “ভালই মেরামত হয়েছে রাস্তাটি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.