মঙ্গলবার বগুড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, পৃথিবীর প্রায় দেশেই পরিবার পরিজন নির্বাচনী প্রচারনায় অংশ নেয়। জয় তার মাকে সাহায্য করতে এসেছেন। তিনি দলের কেউ নন।
“তিনি জনমত জরিপের তথ্য নিয়ে বলেছেন: আগামীতে আওয়ামী লীগ নির্বাচনে জিতবে। এতে জয় কী ষড়যন্ত্র করেছেন তিনি? জনগণ ভোট দেবে, এটা জনগণের বিষয়।
আমরা কি আশাবাদী হতে পারি না?”
সজীব ওয়াজেদ জয়কে ভয় পায় বলেই বিএনপি তার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ খুঁজছে।
বেলা সাড়ে ১১টার দিকে ধনুট উপজেলায় বথুয়াবাড়ি সেতুর উদ্বোধন অনুষ্ঠান শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
সম্প্রতি সজীব ওয়াজেদ জয় এক সভায় বলেন, তার কাছে তথ্য আছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।
এ নিয়ে বিরোধীদের সমালোচনার পরিপ্রেক্ষিতে শনিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এক সংবাদ সম্মেলনে জয়ের এ বক্তব্যের ব্যাখ্যা দেন।
ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেন।
ঘরে ঘরে গিয়ে ভাল ব্যবহার করে মানুষের মন জয় করতে বলেন।
তিনি বলেন, উন্নয়ন ও ভাল আচারণ দেখে মানুষ ভোট দেবে। ১০টি ভাল কাজ করলেও দুইটি খারাপ অচারণের জন্য ভালগুলো ম্লান হয়ে যাবে।
ধুনট সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মুন্টুর সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন প্রমুখ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।