আমাদের কথা খুঁজে নিন

   

নিজের ভাই দোষ করলেও চড় দিতাম: ওবায়দুল কাদের

ঈশ্বরদীতে রেলকর্মীকে চড় দেওয়ার ঘটনায় ক্ষমতার দাপট দেখানোর কিছু ছিল না বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি বলেন “এ ঘটনা ক্ষমতার দাপট ছিল না, নিজের ছোট ভাই দোষ করলেও এ কাজ করতাম। ” শনিবার ঈশ্বরদী রেলওয়ে জংশন পরিদর্শনের সময় যাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ শুনে মহানন্দা এক্সপ্রেসের যাত্রী তত্ত্বাবধানকারী (অ্যাটেনডেন্ট) বলরাম দাসকে চড় মারেন রেলমন্ত্রী ওবায়দুল কাদের। এ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন জোন ও সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে প্রকল্প সংক্রান্ত মতবিনিময় সভায় রেলমন্ত্রী বলেন, “একটা মানুষের কখন ক্ষোভের প্রকাশ হয় তা বুঝতে হবে। পাকশী রেল বিভাগে লুটতরাজ চলছে, সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, এসব দেখে স্টেশনে আসার পর মহানন্দা এক্সপ্রেসে এক ছিন্নবস্ত্র মহিলা ও পুরুষ অভিযোগ করেন যে সিটে বসতে এফআই অতিরিক্ত টাকা চাচ্ছে।

” “ঘটনার সময় স্টেশনে প্রায় ১০ হাজার লোক ছিল এবং এ সময় সবাই হাতে তালি দিয়েছে”, যোগ করেন তিনি। এ খবর প্রকাশ করায় গণমাধ্যমগুলোকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। কাজের জন্য অনেকের সঙ্গে অনেক সময় ‘কঠিন আচরণ’ করতে হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন “পার্সেন্টেজ খেলে কঠিন হতে পারতাম না। ” গত কয়েক মাসে অনেক কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও কাদের জানান। তিনি বলেন, কারণ দর্শানোর পর তারা কাজ করছে জানতে পেরে অনেককেই ক্ষমা করে দেওয়া হয়েছে।

‘সব রাস্তা চলাচলের উপযোগী হবে’ আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে সারা দেশের রাস্তা সম্পর্ণূভাবে যানচলাচলের উপযোগী করার আশা প্রকাশ করে কাদের বলেন, এবার বাজেটে এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন জোন ও সার্কেল এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশংসা করে মন্ত্রী বলেন “ঈদে যাতায়াত ব্যবস্থা সচল রাখতে বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছিল। জনগণের দুর্ভোগ সহনীয় পর্যায়ে রেখে স্বস্তি দিতে পেরেছি, একটি টিম ওয়ার্কের মাধ্যমে একটা অগ্নিপরীক্ষা পার করা হয়েছে। ” সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, “এখানে কিছু ফাঁকিবাজ ও অনিয়ম করার লোক রয়েছে। আমি ব্যবস্থা নিয়েছি, তবে কঠিন কিছু জায়গায় এখনো যাইনি, এসব জায়গায় আস্তে আস্তে যাওয়া হবে।

” যোগাযোগ সচিব এমএএন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সূত্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.