আমাদের কথা খুঁজে নিন

   

ভেড়ামারার চরগোলাপনগর মৌজায় রাইট গাইড ব্যাংক এলাকার রেলওয়ের জমি দখলের হিড়িক

কুষ্টিয়ার ভেড়ামারার আধ্যাত্মিক সাধক হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারে ৩ দিনব্যাপী ওরশ মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) অংশে হার্ডিঞ্জ ব্রীজের পশ্চিম প্রান্তে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের চরগোলাপনগর মৌজায় রাইট গাইড ব্যাংক’র দক্ষিণ উত্তর দিকে নদী শাসন ও রাইট গাইড ব্যাংকটি খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে যা হার্ডিঞ্জ ব্রীজ ও লাল শাহ সেতু রক্ষনাবেক্ষনের জন্য। ভেড়ামারার গোলাপ নগর সোলাইমান বাবার মাজারের জমি দখলের পাঁয়তারা চলছে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা রেলওয়ের ভূমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাকথিত অসাধু ব্যক্তিরা রেলওয়ের উক্ত জমি গুলো দখলের পায়তারা অব্যহত রেখেছে।

বাংলাদেশ রেলওয়ের কৃষি জমির লাইসেন্স প্রাপ্ত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শের শাহ সড়কের মৃত জয়নাল আবেদীনের ছেলে ওয়াহিদুজ্জামান কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রীজ এলাকার যার ল্যান্ড প্লট নং-৬৪, জমির পরিমান-২ একর জমির মালিক। ওয়াহিদুজ্জামানের লাইসেন্স প্রাপ্ত জমিগুলো দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। ওয়াহিদুজ্জামানের জমি সহ রেলওয়ের জমি দখলের হিড়িক পড়েছে। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের উদ্ধর্তন কর্মকর্তা ভেড়ামারা ভূমি অফিস সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছে এলাকার ভুক্তভূগী জমির মালিকরা। রেলওয়ের ভূমি দখল অব্যহত থাকলে যে কোন মুহুর্তে উক্ত এলাকায় বড় রকম সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পাকশী অফিস ও লাইসেন্সপ্রাপ্ত জমির মালিক ওয়াহিদুজ্জামানের সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) অংশে হার্ডিঞ্জ ব্রীজের পশ্চিম প্রান্তে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের চরগোলাপনগর মৌজায় রাইট গাইড ব্যাংক’র দক্ষিন উত্তর দিকের নদী শাসন এলাকা ও উক্ত রাইট গাইড ব্যাংকটি খুবই গুরুত্বপূর্ণ হার্ডিঞ্জ ব্রীজ ও লালন শাহ সেতু রক্ষায় কালের স্বাক্ষী হয়ে রয়েছে। এই রাইট গাইড ব্যাংকের পূর্ব এবং পশ্চিম উভয় পর্শ্বের প্রচুর পরিমাণ জমি নদী শাসন এর তাগিদে উক্ত জমিগুলো অধিগ্রহন করে। এর পশ্চিম পার্শ্বের জমিগুলো অধিক ফসল উত্পাদন এর স্বার্থে ভূমিহীন চাষিদেরকে বাংলাদেশ রেলওয়ে হইতে বন্দোবস্ত প্রদান করে। ক্ষুদ্র চাষিরা চাষাবাদ করে উত্পাদন করে আসছে। সমপ্রতি এলাকার প্রভাবশালী মহল তথা ভূমিদস্যুদের নজর পড়ে উক্ত এলাকার রেলওয়ের জমিগুলো।

বন্দোবস্ত প্রাপ্ত চাষিদের নিকট হইতে জমি গুলো দখল করে নেওয়ার পাইতারা করছে প্রভাবশালী মহল। রেলওয়ে কর্তৃপক্ষকে লাইসেন্স প্রাপ্ত জমির মালিকরা অবগত করেও কোন সুরাহা পায়নি। এরই পরিপ্রেক্ষিতে গত ২৭শে জুন উক্ত এলাকায় রেলওয়ে হইতে বন্দোবস্ত নেওয়া ৬৪নং প­ট এর সীমানা নির্ধারনের জন্য (পোড়াদহ) রেলওয়ে আমিন এসে জমির মাপ শুরু করে। জমি মাপ চলাকালিন এক পর্যায়ে উক্ত প­টের পশ্চিম পার্শ্বে রেকর্ডীয় সম্পত্তি মালিকরা রেলওয়ের আমিন সাহেবকে বাঁধা প্রদান সহ সরকারী কাজে তারা ব্যাঘাত ঘটায়। উক্ত প্রভাবশালীরা বাঁধা সৃষ্টিকরে হৈ চৈ করে তাদের দাবীকৃত জমি রেলওয়ের নয় বলে এই জমি মাপ হবে না।

জোরপূর্বকভাবে রেলওয়ের আমিনে জমি মাপার কাজে বাঁধা সৃষ্টি করে। অথচ ৩০-৪০ বছর যাবত প্রভাবশালী ব্যক্তিরা নিজ নামে কোন জমি দখল, জমির মালিক বা চাষাবাদ ও বন্দোবস্ত তাদের নামে নেই। অন্য প­টগুলোতেও কয়েকদিন পূর্বে নিয়ম বহিরভূতভাবে রেলওয়ের বন্দোবস্ত প্রাপ্ত অথবা রেলওয়ের কর্তৃপক্ষের কোন নোটিশ ছাড়াই মাপযোগ করে রেলওয়ের জমি রেকর্ড প্রাপ্ত জমি বলে চালানোর চেষ্টা চালায়। কতিপয় প্রভাবশালী মহল ইন্ধোন দিয়ে আসছে। ভেড়ামারার গোলাপনগর বাজার ও আশে পাশে নিয়ম বহিরভূতভাবে রেলওয়ের সম্পত্তির জায়গায় অবৈধ ভাবে দোকানপাট ও বাড়িঘর নির্মাণ কাজ অব্যহত রয়েছে।

রেলওয়ের কর্তৃপক্ষ ১৯৬২ সালের রেকর্ডের উপর ভিত্তি করে রেলওয়ের প­ট নির্ধারণ করে এবং এভাবেই বর্তমান চলছে। ১৯৭৪ সালের রেকর্ডের কারসাজি করে রেকর্ডি সম্পত্তির মালিকগণ রেলওয়ের জমি নিজেদের নামে রেকর্ড করে এবং দীর্ঘসময় এই প্রভাবশালী মহলটি চুপচাপ ছিল। ঠিক বি,এস রেকর্ড প্রকাশ এর আগ মুহুর্তে প্রভাবশালী মহল রেলওয়ের জমি দখলের চেষ্টাকারীরা বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। রেলওয়ে কৃষি ভূমির জন্য লাইসেন্স প্রাপ্ত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার শেরশা সড়কের মৃত জয়নাল আবেদীনের ছেলে ওয়াহিদুজ্জামান কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রীজ ল্যান্ড প্লট নং-৬৪, জমির পরিমান-২ একর জমির মালিক। কিছু অসাধু ব্যক্তিরা তার লাইসেন্স প্রাপ্ত জমি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভেড়ামারার গোলাপ নগর সোলাইমান বাবার মাজারে প্রতিবছর লাখ লাখ ভক্তদের সমাগম ঘটে। সেই সোলাইমান বাবার মাজারের জমি দখলের পাঁয়তারা করছে একটি প্রভাবশালী মহল। এছাড়াও ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকায় রেলওয়ের জমি দখল অব্যাহত রয়েছে। জমি দখল কে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে বড় রকম সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।