আমাদের কথা খুঁজে নিন

   

নিজ হাতে ভাগ্য বদলিয়েছে ভেড়ামারার হোসনেয়ারা

কুষ্টিয়ার ভেড়ামারার আধ্যাত্মিক সাধক হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারে ৩ দিনব্যাপী ওরশ মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। কঠোর অধ্যাবসায়, মেধা আর পরিশ্রম করে নিজেই নিজের ভাগ্য বদলিয়েছে হোসনেয়ারা। এক সময়ের চরম হতদরিদ্র হোসনেয়ারা এখন স্বাবলম্বী। সুখ ধরা দিয়েছে তার হাতে। হোসনেয়ারা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পূর্ব বামন পাড়া গ্রামের মূত ইসরাইলের স্ত্রী।

বহু বছর আগেই ৩ ছেলে মেয়ে রেখে পরপারে পাড়ি জমায় তার স্বামী। হোসনেয়ারা কে ফেলে যায় দুখের সাগরে। সে সময় খেয়ে না খেয়ে দিন যায় তার। একজন গৃহবধূ হয়ে সে কিভাবে ঘুরে দাঁড়াবে তাই ভেবে সে কুল পাচ্ছিল না। অভাবী সংসারে চোখে অন্ধকার দেখতে শুরু করে সে।

২০০২ সালের কথা। সে সময় স্থানীয় ব্র্যাক অফিস থেকে ঋণ নিয়ে ক্রয় করে মাত্র ৫০টি মুরগির বাচ্চা। গড়ে তোলে শাহীন পোল্ট্রি ফার্ম নামের মুরগীর খামার। মাত্র ৫ কাঠা জমির ওপর গড়ে তোলা হয় মুরগীর ঘর। এছাড়াও খাঁচা তৈরি, বিদ্যুতায়ন, মুরগির বাচ্চা ক্রয়সহ প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়ে যায়।

প্রথম বছরে তার তেমন লাভ না হলেও পরের বছর থেকে সে লাভের মুখ দেখতে শুরু করে। এ বছর বৃদ্ধি করা হয় ফার্মের মুরগির সংখ্যা। এরপর আর তাকে পিছু তাকাতে হয়নি। সুষ্ঠু পরিকল্পনা, দৃঢ় মনোবল, পরিশ্রম আর একাগ্রতার সিঁড়ি বেয়ে হোসনেয়ারা পৌঁছে যায় সাফল্যের খুব কাছাকাছি। বর্তমানে সে ১০ কাঠা জমির ওপর টিনশেডের মুরগীর খামার করেছে।

রয়েছে লেয়ার ইসাব্রাউন ও পুলেট জাতের ২ হাজার ৬শ’ মুরগি। লেয়ার ইসাব্রাউন জাতের মুরগীগুলো গড়ে দৈনিক ১ হাজার ৮শ’ ডিম দিচ্ছে। প্রতিটি ডিম ৬ টাকা দরে বিক্রি করে প্রতিদিন সে আয় করছে প্রায় ১০ হাজার টাকা। স্থানীয় ব্যবসায়ী ছাড়াও পাশ্ববর্তী দৌলতপুর, মিরপুর থেকে ব্যবসায়ীরা বাড়িতে এসে এসব ডিম ক্রয় করে নিয়ে যায়। হোসনেয়ারা জানায়, মুরগির খাবার, ওষুধ, লেবার, বিদ্যুৎ ইত্যাদি খরচ বাদ দিয়ে প্রতিদিন প্রায় ২ হাজার টাকা লাভ থাকে ।

এছাড়াও মাছের খাবার হিসেবে প্রতি মাসে মুরগির বিষ্ঠা বিক্রি করে আয় হয় ৪ থেকে ৫ হাজার টাকা। বর্তমানে তার কোন অভাব নেই। ৩টি ছেলেমেয়ের লেখাপড়ার খরচের কথা তাকে আর চিন্তা করতে হয় না। পোল্ট্রিফার্ম ও ডিম ব্যবসা তার কষ্ট দূর করেছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.