আমাদের কথা খুঁজে নিন

   

ঈদুল ফিতরের দিকে তাকিয়ে আছেন ভেড়ামারার সিনেমা হল ব্যবসায়ীরা

কুষ্টিয়ার ভেড়ামারার আধ্যাত্মিক সাধক হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারে ৩ দিনব্যাপী ওরশ মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী সজনী সিনেমা হল। এক সময় দাপটের সঙ্গে লাখ লাখ টাকার ব্যবসা করেছে। সিনেমা দর্শকদের পদচারণায় সব সময় ভরপুর থাকতো দ্বিতল এ সিনেমা হলটি। কিন্তু কালের বিবর্তনে আজ আর সেদিন নেই সজনী সিনেমা হলের।

প্রতি সপ্তাহেই গুনতে হচ্ছে লোকসান। শুধু সিনেমা ব্যবসাটিকে টিকিয়ে রাখতে কর্তৃপক্ষ মোটা অংকের লোকসান দিয়ে ঐতিহ্য ধরে রেখেছে। লোকসানের পর লোকসান দিয়ে এখন তাকিয়ে আছে ঈদুল ফিতরের দিকে। কর্তৃপক্ষ মনে করেন, দুই ঈদেই ছবির ভাল ব্যবসা হয়। ঈদের ব্যবসায় যদি লোকসান না পোষায় তাহলে সিনেমা হল বন্ধ করে অন্য ব্যবসায় নামতে হবে।

ভেড়ামারা সজনী সিনেমা হলের ম্যানেজার মতিয়ার রহমান দুলাল জানান, সিনেমাপ্রেমী দর্শক না থাকায় আমরা নতুন ছবি নিয়ে আসার সাহস পাচ্ছি না। গত সপ্তাহে মাত্র ৫ হাজার টাকায় ‘বাংলার ডন’ ছবি নিয়ে এসেছিলাম। সে ছবি মাত্র ৮ হাজার টাকা ব্যবসা করেছে। ৩ হাজার টাকা লাভ হলেও সপ্তাহের সিনেমা হল খরচ (হাউস খরচ) প্রায় ১৪ হাজার টাকা। এভাবে প্রতি সপ্তাহেই ১০ থেকে ১৫ হাজার টাকা লোকসান হচ্ছে।

লোকসান পুষিয়ে নিতে ইংরেজি ছবি চালিয়েও লাভ হচ্ছে না। আগের মতো ইংরেজি ছবিতে ব্যবসা নেই। কিছুতেই দর্শক আসছে না সিনেমা হলে। তিনি বলেন, সিনেমা হলের ব্যবসা নষ্ট হওয়ার জন্য একমাত্র দায়ী ডিশ লাইন ব্যবসা। ভারতীয় চ্যানেলগুলোর আগ্রাসনে দেশীয় সংস্কৃতি মার খাচ্ছে।

ডিশ চ্যানেলে সব সময় চলছে বাংলা, ইংরেজি, হিন্দিসহ সব ধরনের ছবি। মোবাইলেও পাওয়া যাচ্ছে নগ্ন ছবি। বিনোদনের সব ব্যবস্থাই পাওয়া যাচ্ছে হাতের কাছে। যে কারণে দর্শকরা সিনেমা হলে আসছেন না। তিনি বলেন, ব্যবসায় অব্যাহত লোকসানের কারণে বন্ধ রাখা হয়েছিল সিনেমা হল।

ঈদ সামনে রেখে আবার চালু করা হয়েছে। ঈদে ব্যবসা করে লোকসান পুষিয়ে নিতে হবে। ভেড়ামারা লাবণী সিনেমা হলে চলছে ডিপজলের ‘অংক’ ছবিটি। ৫০ হাজার টাকায় কেনা হয়েছে ছবিটি। সপ্তাহজুড়ে ৪ টাইম ছবি চালিয়েও আয় করা যায়নি ৪০ হাজার টাকা।

এক ছবিতে লোকসান ১০ হাজার টাকা। আর হাউস খরচ ১৪ হাজার টাকা তো রয়েছেই। লোকসানের কারণে ধুঁকছে এ সিনেমা হলটিও। ২ মাস বন্ধ থাকার পর হলটি সমপ্রতি চালু করা হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.