আমাদের কথা খুঁজে নিন

   

ভেড়ামারার ডিজিটাল ইউ এন ও মোহাম্ম্দ রাজিবুল ইসলামের বদলী খবরে ভেঙ্গে পড়েছে এলাকাবাসী

কুষ্টিয়ার ভেড়ামারার আধ্যাত্মিক সাধক হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারে ৩ দিনব্যাপী ওরশ মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনে কর্মরত থেকে যে ক’জন পদস্থ সরকারী কর্মকর্তা নিজের সততা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে সংখ্যাগরিষ্ঠ এলাকাবাসীর অকুণ্ঠ আস্থা ও প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিজিটাল ইউ এন ও মোহাম্ম্দ রাজিবুল ইসলাম তাঁদের মধ্যে অন্যতম। ২০০৯ সালের ৩ মে তারিখে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন মোহাম্ম্দ রাজিবুল ইসলাম। বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন(বিসিএস)’র অত্যন্ত চৌকষ, মেধাবী, সত্ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পূর্ব পরিচিত মোহাম্ম্দ রাজিবুল ইসলাম অল্প কিছু দিনের মধ্যেই ভেড়ামারাবাসীর প্রিয়পাত্রে পরিণত হয়ে পড়েন। অবহেলিত ও উন্নয়নে পশ্চাদপদ ভেড়ামারা উপজেলার দায়িত্ব গ্রহণ করেই এই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে অদ্যাবধি নিরলস ভাবে কাজ করে চলেছেন।

তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ইতোমধ্যে এলাকাবাসী প্রকৃত উন্নয়নের ছোঁয়া পেতে শুরু করেছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিজিটাল ইউ এন ও মোহাম্ম্দ রাজিবুল ইসলাম বাংলাদেশের প্রথম ভেড়ামারা পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল সরাসরি ওয়েব সাইটয়ের মাধ্যমে দেশ বিদেশে প্রচার করে দৃষ্টান্ত স্থাপন করেন। সরকারের সংশি­ষ্ট কর্তৃপক্ষের সাথে বহুমূখী দেনদরবার করে ভেড়ামারায় একটি নতুন ১১০ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প­ান্ট নির্মানে অগ্রনী ভূমিকা পালন করেন তিনি। তাছাড়া ভেড়ামারায় আরেকটি ৩৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার প­ান্ট, ভারত থেকে আমদানীর উদ্দেশ্যে অন্য একটি বিদ্যুত্ কেন্দ্র প্রতিষ্ঠারও অন্যতম রূপকার ইউএনও মোহাম্ম্দ রাজিবুল ইসলাম। এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূলেও তাঁর অবদান ভেড়ামারাবাসী অনেক দিন কৃতজ্ঞতার সাথে স্মরণে রাখবে।

এলাকা্য় হানাহানি বন্ধ ও রাজনৈতিক সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রেও রাজিবুল ইসলাম প্রশংসনীয় ও গঠনমূলক নানামূখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক উন্নতি করতে সক্ষম হয়েছেন। একজন ক্রীড়ানুরাগী ও সংস্কৃতিসেবী হিসেবেও ইউএনও রাজিবুল ইসলাম নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। পদ্মা নদীর উপর নির্মিত ‘লালন শাহ্’ সেতুর পশ্চিম পাড়ের টোলপ­াজার কাছে মরমীসাধক লালন শাহ্ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ম্যুরাল নির্মানে অগ্রণী ভূমিকা পালন করে তিনি ভেড়ামারাবাসীর হূদয়ে স্থান করে নিয়েছেন। বরেণ্য এই ব্যাক্তিত্ব ভেড়ামারা থেকে অন্যত্র বদলী হয়ে যাচ্ছেন বলে খবর বেরুলে এলাকার সুধীসমাজের মধ্যে চরম হতাশা নেমে আসে। তারা মনে করেন ইউএনও মোহাম্ম্দ রাজিবুল ইসলাম আর কিছু দিন ভেড়ামারায় দায়িত্ব পালনের সুযোগ পেলে এলাকার অভূতপূর্ব উন্নয়নের সম্ভাবনা ছিল।

বাংলাদেশ রেলওয়ের পরিত্যক্ত স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজে অনেকটা পথ অতিক্রম করেছিলেন ইউএনও মোহাম্ম্দ রাজিবুল ইসলাম। তাঁর বদলী এই কর্মসূচী বাস্তবায়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে বলে আশংকা স্থানীয় সমাজ সচেতন সুধী মহলের। তাঁরা সরকারের সংশি­ষ্ট মহলে ইউএনও মোহাম্ম্দ রাজিবুল ইসলাম কে আর কিছুদিন ভেড়ামারায় দায়িত্ব পালনের সুযোগ প্রদানের অনুরোধ জানাচ্ছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।