কুষ্টিয়ার ভেড়ামারার আধ্যাত্মিক সাধক হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারে ৩ দিনব্যাপী ওরশ মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। অকালেই নিভে যেতে চলেছে ভেড়ামারার পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল লতিফ’র প্রাণ। তার শরীরের দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। চরম অর্থাভাবে বন্ধ হতে চলেছে তার চিকিত্সা। সে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছে।
জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা ইউনিয়নের হালসা গ্রামের মৃত মক্কেল মালিথা’র পুত্র আব্দুল লতিফ। লেখাপড়ায় অত্যান্ত মেধাবী লতিফ বিএ বিপিএড পাশ করে ভেড়ামারার পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসায় ক্রীড়া শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১৩ বছর তিনি অত্যান্ত দক্ষতার সাথে শিক্ষার্থীদের পাঠদান করিয়ে আসছিলেন। সমপ্রতি সে অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা নিরীক্ষার পড় ধরা পড়ে তার শরীরের দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। দিন দিন ক্রমেই তার শরীর নিরব নিথর হয়ে আসছে।
বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সক ডাঃ সালেহ আহম্মেদের তত্বাবধানে রয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতি সপ্তাহে দু’বার আব্দুল লতিফ’র শরীরে ডায়ালোসিস’র প্রয়োজন পড়ছে। খুব দ্রুত তার শরীরে অন্ততঃ একটি কিডনি স্থাপন করা প্রয়োজন। তা না হলে অকালেই ঝড়ে যাবে তাজা একটি প্রাণ। এ দিকে আব্দুল লতিফের চিকিত্সা ব্যায় চালাতে চরম ভাবে হিমসীম খাচ্ছে তার পরিবার।
কোন রকম খেয়ে না খেয়ে দিন যাচ্ছে তার নবালক তিন কন্যা সন্তানের। জীবনের চরম ক্রান্তিলগ্নে এসে অসহায় আব্দুল লতিফ সমাজের বিত্তবানদের কাছে সাহয্যের আবেদন জানিয়েছেন। তার সঞ্চয়ী হিসাব নং ৮৯০৪, জনতা ব্যাংক, ভেড়ামারা শাখা, কুষ্টিয়া। মোবাইল নং ০১৭১৯৯১৭৬৬৮। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক ও দৈনিক হিসনাবানী পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান লিপটন সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা শিক্ষক আব্দুল লতিফ’র সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।