নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা । যেখানেই তুমি.... ( বাইশাক্ষরী কবিতা )
যেখানেই রাখো শঙ্খিনি হাত, মৃণাল বাহুলতা সেখানেই
তীব্র হলাহল ভেঙে মাথা তোলে ভোরের শিশির ভেজা এক
শাপলার দল, ফণা তোলে ঘুম ভাঙা এক রোদেলা সকাল ।
যেখানেই রাখো ধ্রুপদী চোখ, পল্লবিত সমুদ্র সেখানেই
গড়ে ওঠে কামরাঙী দ্বীপ। সতেজ লেবুর রোশনাই নিয়ে
হিজলের বন, নিঃসাড়ে নামে ঝি-ঝি ডাকা রাতের কোলাহল ।
যেখানেই ছুঁয়ে দাও কোরক ঠোট, দৃপ্ত চুম্বন সেখানেই
ঘটে যায় পরাগায়ন। মনের কুঠরীতে কামহীন এক
গর্ভসঞ্চার ঘটে যায়, কনক ভালোবাসা মেলে তার দল ।
যেখানেই স্তন খুলে দাও, দয়াদ্র দুধ ঢালো সেখানেই তো
ভিজে ওঠে চৈত্রের সব মাঠ। রসের নহরে ফেনায় যতো
তৃষিত বৃক্ষের ফল, রজঃস্বলা হয় শীর্ণকায় ধারা জল ।
যেখানেই বেআব্রু করো নাভীমূল, অতলগন্ধী সেখানেই
প্রোথিত হয় বিশ্বাসী বীজ ।
নধর কলমীলতা শনৈঃ শনৈঃ
বাড়ে শিশু বৃক্ষের মতো, যেন বাজে তোমার পায়েরই মল ।
আসলে -
যেখানেই তুমি তুমিময় হও, গভীর বিশ্বাস সেখানেই
ডানা মেলে শ্রাবস্তীর কূলে। নিশীথ নক্ষত্র ছুঁয়ে ছুঁয়ে আসে
ভালোবাসা অফুরান , আদিগন্ত নগ্ন প্রতীক্ষার পালা শেষে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।