সকাল বেলা লীলা রাত্রি বেলা খেলা ছোটবেলা পাটিগণিত হিসাবে ধরলাম নিজেকে ,ছোট বেলা কান্না ছাড়া কিছু বলতে পারতাম না। একটু বড় হলাম বীজগণিত হিসাবে ধরলাম নিজেকে অইক নতুন বন্ধু স্কুল ,সিনেমা দেখা জীবন টা সোজা মনে হল । কলেজ এ গেলাম পরিমিতি ধরলাম নিজেকে , কতো মেয়ে কতো ছেলে অন্য রকম পরিবেশ অন্য রকম সব , কেন জানি রঙ্গিন রঙ মাকা সময় লাগত , প্রেম করলাম ছেক খাইলাম ইউনিভার্সিটি লাইফ রে ধরলাম ত্রিকোণমিতিক সেই সব কিছু কেন জানি এক , আবার প্রেম । ঘুরে ফিরে সেই সুত্রে ফিরে যাওয়া । উপপাদ্য , সম্পাদ্য ... খুব মনযোগ সহকারে জীবনের ক্যানভাসে অংকন করতে হয় ! .. নিজের জীবন তোঁ দেখি অঙ্ক হয়ে গেল !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।