আবুল হোসেন কে চিনি। আমলা দুইটাকে চিনি না। আবুল হোসেন ক্ষমতায় আসে আবার চলেও যায়, কিন্তু আমলা নামক জনগনের চাকরেরা সারাজীবন প্রভু সেজে বসে থাকে।দূর্নীতিতে যতটুকু রাজনীতিবিদরা জড়িত, তারচেয়েও বেশী জড়িত থাকে আমলারা। তারা উপরেরটা খায় আবার তলারটাও খায়। পদ্মা সেতু কেলেংকারীর মূল নায়ক তিনজন ( বিশ্ব ব্যাংকের মতে ) আবুল হোসেন সচিব প্রকল্প পরিচালক সচিব আর প্রকল্প পরিচালক মাল দুটোর নাম-ধাম , ছবি কারো কাছে থাকলে প্লিজ জানান। অন্তত এসব কুলাংগারকে চিনে রাখলাম, যারা দেশের ১৬ কোটি মানুষের স্বপ্ন, আখাংখাকে মেরে ফেললো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।