আমাদের কথা খুঁজে নিন

   

ভুপেন হাজারিকা - অসমীয় সঙ্গীত - বুকু হম হম করে

ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ । । কিংবদন্তীর কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক ভূপেন হাজারিকার মাতৃভাষা ছিল অসমীয়। সে কারনেই, তাঁর প্রায় সকল মৌলিক কীর্তিই অসমীয় ভাষায়। নির্দ্বিধায় বলা চলে যে, তাঁর প্রায় একক প্রচেষ্টায় অসমীয় সঙ্গীত ও লোকগীতি বিশ্বে পরিচিতি লাভ করেছে।

বাংলা ভাষায় তাঁর কালজয়ী গানগুলোর অধিকাংশই (যেমন, মেঘ থম থম করে, সহস্র জনে মোরে প্রশ্ন করে, সাগর সঙ্গমে) মূলতঃ অসমীয় ভাষায় রচিত, সুরারোপিত ও গীত। অসংখ্য অসমীয় সিনেমায় ভূপেন হাজারিকা প্লেব্যাক করেছেন। এই অ্যালবাম, সেই সব গানেরই একটি সংকলন। আশা করি অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে এবং একইসাথে তাঁরা অ্যালবামে বিধৃত, মেঘ থম থম করে, সহস্র জনে মোরে প্রশ্ন করে, সাগর সঙ্গমে, এমন অসামান্য বাংলা গানগুলোর মূল ভার্শনটি শুনে, মিলিয়ে নিতে পারবেন। ভুপেন হাজারিকা - অসমীয় সঙ্গীত - বুকু হম হম করে কোয়ালিটি - ১২৮ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৬১ মেগাবাইটস ডাউনলোড - ভুপেন হাজারিকা - বুকু হম হম করে পাসওয়ার্ড - samu আমাদের প্রিয় গানচিল ভাই এর একটি খুব প্রিয় গান হচ্ছে 'মেঘ থম থম করে'।

সে কারনে, মূল গানটি, এই অ্যালবামের মোড়কে তাঁর উদ্দেশ্যে নিবেদন করলাম।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।