আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি!
কল্পনা লাজমীর ডারমিয়া ছবির বিষয় ছিল ভারতের বিশাল হিজড়া সম্প্রদায় ও তাদের জীবন। প্রায় নন-স্টারার এই ছবিটা এসেছিল সময়ের অনেক আগে! তখন পর্যন্ত হিন্দি ছবির দর্শক এধরনের বিষয়ের উপর তৈরী ছবিকে গ্রহন করতে প্রস্তুত ছিল না। ফলে খুব নিরবেই এটি অন্তরালে চলে যায়।
যখন এর প্রোমো টিভিতে দেখানো হতো, ভুপেন হাজারিকার ব্যারিটোন ভয়েসে গাওয়া এর থিম সংটা আমার মনে ধরে ছিল খুব। পরে অনেক খুজেছি বিভিন্ন ক্যাসেটের দোকানে। কিন্তু এত ফ্লপ একটা ছবির অচেনা, আনকনভেনশনাল একটা গান পাওয়া খুব সহজ না। প্রায় ১৩ বছর খোজাখুজির পর ক'দিন আগে এক ইন্ডিয়ান ফোরামে হঠাৎ পেয়ে গেলাম এই ছবির সাউন্ডট্র্যাক।
ছোটবেলার অনেক কিছুই আর বড় হওয়ার পর ভাল লাগে না। কিন্তু এই গানটা বরং আরো বেশি ভাল লাগছে কারন এটা একটু ম্যাচিউরডদের জন্য।
ইস্নিপস লিঙ্ক - Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।