আমাদের কথা খুঁজে নিন

   

ভুপেন হাজারিকা

বাংলা গানের সর্বশ্রেষ্ঠ শি্ল্পি ভুপেন হাজারিকা আমাদের ছেড়ে চলে গেলেন । এক নজরে ভুপেন হাজেরিকা ঃ ১ । জন্ম ঃ ৮ সেপ্টেম্বর আসামের গোহাটিতে । ২ । প্রথম গান ঃ আসামী ছবি - আগরিওয়াল ১৯৩৯ সালে ১২ বছর বয়সে।

৩ । শিক্ষা জীবন ঃ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন আসামের গোহাটিতে । ১৯৪২ সালে কটন কলেজ থেকে ইন্টার মিডিয়েট সম্পন্ন করেন । ১৯৪৪ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন । তারপর ১৯৪৬ সালে রাজনীতিতে এম এ পাস করেন ।

১৯৫২ সালে নি্উইয়াক কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ডক্টরেক্ট ডিগ্রী লাভ করেন । ৪। পুরুস্কার ও সম্মননা ঃ ১৯৭৫ সালে আঞ্চলিক ছবির জন্য জাতীয় পরুস্কার লাভ করেন । ২০০১ সালে পদ্ম ভূষন পুরুস্কার লাভ করেন । ১৯৯২ সালে দাদা সাহেব পালকে এ্যাওয়ার্ড পান ।

২০০৯ সালে আসাম রণ সংগীত একাডেমি এ্যাওয়ার্ড লাভ করেন । বিবিসি বাংলা জরিপে সর্বকালের সেরা গান নির্বাচিত হয় ভুপেন হাজারিকার মানুষ মানুষের জন্যে গানটি । ৫। ছবি নির্মাতা ঃ ১৯৫৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ১৩টি ছবি পরিচালনা করেন । আজ ৫ই নভেম্বর ২০১১ বিকাল ৫.৭ মিঃ মুম্বাই দীরু ভাই আম্বানী হসপিটাল এন্ড মেডিকেল রিসার্স ইনিস্টিউটশনে ৮৬ বছরে শেষ নিশ্বাস ত্যগ করেন ।

আমরা তার আত্মার সদগতি কামনা করি ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।