আমাদের কথা খুঁজে নিন

   

ভুপেন , তোমার কি মনে পড়ে-শাহবাগের মঞ্চ থেকে বলা হয়েছিল –.......

মানুষ নিদ্রিত এবং মৃত্যুর পরপরই সে জেগে উঠবে।


ভুপেন , তোমার কি মনে পড়ে-শাহবাগের মঞ্চ থেকে বলা হয়েছিল – রাজাকারের সকল প্রতিষ্ঠান বর্জন করতে হবে । যেমন ইসলামী ব্যাংক ?

ভুপেন , মনে পড়ে পরবর্তীতে আব্দুন নুর তুষার ইসলামী ব্যাংকের এক অনুষ্ঠান সঞ্চালনা করেছিলেন ? ছাড় দেয়া হয় নি তাকে , প্রশ্নও আসে না ।

ভুপেন, তুমি জানো ,ডঃ মুহম্মদ জাফর ইকবালের পিতা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন পাকিস্তানিদের দ্বারা , তাই পাকিস্তান আর তার দোসর রাজাকারদের প্রতি ঘেন্নায় তিনি পাকিস্তানে ল্যান্ড করে - এমন কোন বিমানে চড়েন না ? কিন্তু ইসলামি ব্যাংকের সৌজন্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন । “ইসলামী ব্যাংকের অনুষ্ঠান জানতাম না, জানলে আসতাম না” বলে ছাড় পেয়েছিলেন ।



ভুপেন , নিশ্চয়ই ভুলে যাও নি- প্রথম আলোও ইসলামী ব্যাংকের বিজ্ঞাপন ছেপে তোপের মুখে পড়েছিল, এবং মুক্তিযুদ্ধের চেতনায় সেটাই হবে স্বাভাবিক ! প্রথম আলোর কথা বাদ দাও , ৭১ টিভিতেই ইসলামি ব্যাংকের বিজ্ঞাপনের পাশাপাশি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার খবর প্রকাশ , খেয়াল আছে , ভুপেন ?

মুক্তিযুদ্ধের চেতনা পুঁজি করে অপরাজনীতি চলছে

------------------------------------------------------
মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে দেশে অপরাজনীতি চলছে বলে মন্তব্য করছেন সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে ঐক্যবদ্ধ ছাত্র সমাজের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘বিপর্যস্ত গণতন্ত্র : উত্তরণে ছাত্র রাজনীতির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সরকার দলের সমালোচনা করে তিনি বলেন, ‘টিভি স্টেশন আর ব্যাংকের মালিক হওয়ার জন্য ছাত্ররা দেশ স্বাধীন করেনি। ’
--------------------------------------------------------

ভুপেন , পাকিস্তানের মালালা ইউসুফজাই নামের কিশোরীকে সমর্থন দিয়ে পাকিপ্রেমী উপাধি লাভ করেছে অনেক অনলাইন এক্টিভিস্ট , মনে আছে ? কারন তোমরা প্রায়ই বল – হুমায়ুন আজাদ বলেছিলেন , “পাকিস্তানিদের আমি বিশ্বাস করি না , এমনকি যখন তারা হাতে ফুল নিয়ে আসে , তখনও” । তবে শেখ হাসিনা এবং দিপূমনি জাতিসংঘে সেই মালালাকে আলিঙ্গন এবং চুম্বন করে সাহসী কন্যা উপাধী দিলেও তাদের পাকিপ্রেমি বলা হয় নি ।



ভুপেন , মনে আছে সেই হুংকার, “আগে জামাত ত্যাগ করুন , পরে আলোচনা হবে” ? পরবর্তীতে দেখা গিয়েছে হানিফ সাহেবের মতন নেতারা জামাতের কর্মীদের আওয়ামী লীগে বরন করে নিচ্ছেন ! গতকালই পাবনা ২০০ জামাত কর্মী যোগ দিল , আর তুমি বুলি ঝেড়ে ঝেড়ে রাতদিন – কিভাবে পারো ?

ওহে ভুপেন , জামাত কে নিষিদ্ধ করা হচ্ছে-হবে বলে কেন করা হয় না – তা বলতে গিয়ে ছাগুট্যাগবাজির শিকার হয় নাই মানুষ ?

ভুপেন , যদি আরেকটু পেছনে যাও , তারও অনেক অনেক আগে , গেল বিশ্বকাপের সময় ইসলামী ব্যাংকের অর্থায়নেই ঢাকা সাজানো হয়েছিল । মুক্তিযুদ্ধের চেতনা এতে বিঘ্নিত হয় নি , মনে আছে ?

ভুপেন , তুমি বড় গলায় বল , ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে রাজাকার পতাকা উড়ায় , তা মানতে পারো না । কিন্তু রাজাকারের অর্থায়নে স্বাধীনতার মাসে “সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” গাইতে গেলে কি তোমার গলা কেঁপে উঠবে ? ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় সংগীতের সাথে রাজাকারের ব্যাংকের ৩ কোটি টাকা মিশে যাবে ......... শহীদ প্রতি ১০ টাকা মাত্র !

আর আমরাও আমি জানি তুমি কি বলবে ।
চেতনার সাথে টাকা মেশাবেন না ।
শুকরের সাথে সহবাসের ফতোয়া অস্বীকার করি , কিন্তু টাকার সাথে সহবাসে বাধা নেই ।


ইসলামী ব্যাংক নিষিদ্ধ না , এটা জনগনের টাকা ।

তোমার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আর কয়দিন হে ? তুমিই টাকা খাও , দলে ভেড়াও , এরপরও দিনশেষে একমাত্র তুমিই মুক্তিযুদ্ধের চেতনা ধারন করো আর তোমার দ্বিচারিতার দিকে আংগুল তুললেই বাকি সবাই রাজাকার ?

বিএনপি তো জামাতে বিলীন , কিন্তু তুমি তো জামাত ঘেন্না করো । জামাতের সাথে ঘষতে আর টাকা নিতে তোমার লজ্জা হয় না , হে চেতনাধারী ভুপেন ? অথবা , তুমি সুযোগের অভাবে সৎ.........??

ভুপেন , কত বোকা আছে , তারা কি জানে , চেতনা বিক্রি হয় টাকা আর ক্ষমতার ভাগের হিসাবে ?
----------------------------------------------------
আমি দেখে হাসি, আঁখি জলে ভাসি
এই ছিল মোর ঘটে ,
তুমি মহারাজ , চেতনাবাজ হলে আজ ,
আমি আজ ছাগু বটে !!


(রবি ঠাকুরের পরিমার্জিত সংস্করন)

দূর্যোধন দূর্যোধন এর সৌজন্যে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।