আমাদের কথা খুঁজে নিন

   

টেক্সটাইল বার্তা-৪

এবার পাটের বিকল্প ধনিচা থেকে আঁশ উদ্ভাবন করে সাড়া ফেললেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের চররামনগর গ্রামের বস্ত্রশিল্প প্রকৌশলী (টেক্সটাইল ইঞ্জিনিয়ার) মশিউর রহমান স্বপন। তিনিই প্রথম সোনালি আঁশ পাটের বিকল্প ধনিচার আঁশ উদ্ভাবন করলেন। স্বপন নিজস্ব কারিগরি প্রযুক্তি ব্যবহার করে পাটের মতো ধনিচা পানিতে জাগ দিয়ে আঁশ বের করে আনতে সক্ষম হন। তার দাবি, পাটের চেয়ে ধনিচার আঁশ শক্ত, মজবুত ও টেকসই। বিষয়টি সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের বস্ত্রশিল্পে নবদিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্বপন জানান, চাষাবাদ থেকে শুরু করে উৎপাদন, ব্যবহার ও অর্থনৈতিক ক্ষেত্রে ধনিচার গুরুত্ব পাটের কাছাকাছি। বৈশিষ্ট্য, গুণাগুণ, প্রায়োগিক দিক থেকে পাট ও ধনিচার গুরুত্ব প্রায় সমান। কিন্তু দেশের অর্থনীতিতে পাট প্রধান অর্থকরী ফসল হিসেবে স্বীকৃতি পেলেও ধনিচার ব্যবহার নেই বললেই চলে। শুধু ব্যবহারগত জ্ঞানের অভাবে এ সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি। ফলে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে অর্থনৈতিক সুবিধা থেকে।

তিনি বলেন, পরিবেশবান্ধব আঁশ হিসেবে ন্যাচারাল ফাইবারের গুরুত্ব সারা বিশ্বে বৃদ্ধি পাচ্ছে। সুতা তৈরিতে কাঁচামাল হিসেবে যে তন্তু বা আঁশ ব্যবহৃত হয়, সেগুলোকে টেক্সটাইল ফাইবার বলে। পাট, ধনিচা ও তুলা হলো ন্যাচারাল টেক্সটাইল ফাইবার। কিন্তু এখনো পাটের বিকল্প কোনো ফাইবার পাওয়া যায়নি। যদি পাটের বিকল্প হিসেবে ধনিচার আঁশ কাজে লাগানো যায়, তবে তা হবে দেশের বস্ত্রশিল্পে নতুন সংযোজন।

স্বপনের সঙ্গে কথা বলে জানা যায়, ধনিচার শিকড় থেকে শুরু করে বাকল, কাণ্ড, ডাল, পাতা ও বীজ সবকিছুরই অর্থনৈতিক ভিত্তি রয়েছে। তিনি বলেন, শুধু ছাল বা বাকলের অংশ থেকে আঁশ বের করার প্রক্রিয়া না জানার কারণে এতদিন ধনিচার প্রকৃত ব্যবহার হয়নি। ধনিচার আঁশ বের করার পদ্ধতি পাটের মতোই। ধনিচায় বাড়তি বলতে, দুই দফায় কারিগরি পদ্ধতিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। এর বোটানিক্যাল সুবিধা হলো, এতে ছোট ছোট অসংখ্য গুটি হয়।

তা থেকে প্রকৃতিগতভাবে প্রচুর নাইট্রোজেন সার পাওয়া যায়। এ ছাড়া জ্বালানি, বেড়া, খুঁটি, ঘরের রোয়া, সবজির মাচা ও পারটেক্স তৈরিতে ব্যবহৃত হতে পারে ধনিচা। এর আঁশ অনেক পাতলা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ধনিচার প্রতি গুরুত্ব দেওয়া হলে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে বস্ত্রখাত সমৃদ্ধ হবে।

আর এ জন্য সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার বিকল্প নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.