আমাদের কথা খুঁজে নিন

   

টেক্সটাইল কলেজ কে ভার্সিটি তে রুপান্তরের দাবি।

একা মানব...
কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনলোজীঃ বাংলাদেশের প্রথম এবং একসময়ের একমাত্র প্রতিষ্ঠান যা দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা পূরণ করে আসছে। আর টেক্সটাইল হচ্ছে সেই খাত যা দেশের সিংহ ভাগ বৈদেশিক মুদ্রা অর্জনের নেপথ্যের কারিগর। British শাসনামলে ১৯২১ সালে নারিন্দায় স্থাপিত East Bengal Weaving Institute থেকেই শুরু হয় বর্তমান এই কলেজ এর গোড়াপত্তন। পরবর্তীতে ১৯৫০ এ নামকরন করা East Pakistan Textile Institute আর চালু করা হয় ডিপ্লোমা। ১৯৬০ এ স্থানান্তরিত করা হয় বর্তমান campus তেজগাঁ তে।

অবশেষে ১৯৭০ এ চালু করা হয় ৪ বছর মেয়াদী B.Sc. course. বর্তমানে ৩৫তম ব্যাচ ভর্তি হয়েছে। কিন্তু এত কিছুর পরও দুঃখজনক ব্যপার হচ্ছে এই যে আজ ও এই প্রতিষ্ঠানটি ঢাকা ভার্সিটির আওতাধীন। ফলে এই ধরনের একটি প্রতিষ্ঠানের যেমন উন্নতি হওয়া দরকার তা হতে পারে নি। শিক্ষক সংখ্যার অপ্রতুলতা, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, সেই আদিম সিলেবাস ইত্যাদি অসংখ্য সমস্যা বর্তমান। যেখানে নোয়াখালী ,মিরসরাই ইত্যাদি এলাকার diploma কে B.SC. তে উত্তীর্ণ করা হয়েছে, সেখানে এই কলেজ কে ভার্সিটি তে রুপান্তর আজ শুধু সময়ের চাহিদা ই নয় বরং টেক্সটাইল students আর এর সাথে সংশ্লিষ্ট সবার জন্য অধিকার বললেও ভুল হবে না।

অবশ্য আশার কথা হচ্ছে এই যে , কিছুদিন আগে মন্ত্রনালয়ের সাথে কলেজ কর্তৃপক্ষের আলচনা হয়েছে। যার ফলশ্রুতিতে জনাব জিল্লুর রহমান এই ব্যপার এ ইতিবাচক মন্তব্য করেছেন। এখন নতুন সরকারের কাছে এটাই কাম্য যে তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিবেন। তথ্যসুত্রঃটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ওয়েবসাইট টেক্সটাইল কলেজ,বাংলাদেশ ফেসবুক গ্রুপ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.