আমাদের কথা খুঁজে নিন

   

আমি অভিশাপ দেই ওই সব শুওরের বাচ্চাদের।।

অতি সম্প্রতি চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবন এ কয়েকদিনের প্রবল বর্ষণের কারনে সৃষ্ট পাহাড় ধ্বসে শতাধিক মানুষের প্রানহানীর ঘটনা দেখলাম, পরিণত বয়সের মানুষের অনাকাঙ্খিত মৃত্যু যতনা কষ্টের ( আসলে যেকোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যুই বেদনা দায়ক) তার চেয়েও বেশি বেদনাদায়ক নিষ্পাপ শিশুদের এই ধরনের অকাল মৃত্যু। যখনই একেকটা শিশুর নীরব নিথর দেহ চোখে পড়ে তখন বাষ্পাকুল দুই চোখের কান্না সামলাতে গিয়ে বুকের ভেতরটা কেমন যেন হা হা কার করে উঠে, এক অব্ব্যাক্ত ক্রোধ ও হতাশায় দুই হাতের মুঠো শক্ত হয়ে উঠে, দাঁত গুলো কিড়মিড় করে উঠে । হায় বিধাতা, তুমি আমায় এমন শক্তিহীন ও নিরবীর্য করে পাঠালে কেন?? আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিশাপ দেই ওই সব মানুষ নামের শুয়োরের বাচ্চাদের যাদের আমরা ভূমি খেক পাহাড় খেক বলে জানি, আমি অভিশাপ দেই ওই সব জারজদের যারা উন্নয়নের টাকায় নিজের পকেট ভারী করে। হে বিশ্ব পালনকর্তা তুমি ওই সব জারজদের এমন মৃত্যু দাও এমন শাস্তি দাও যেন নিরীহ ওই সব মানুষের আত্বা শান্তি লাভ করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।