শূন্য দৃষ্টি মেলেছি আজ বাহির পানে
জীবনে খুব বেশী ছিল ভূল,
ভূল ছীল প্রতি পদে
আরো বেশী ছিল,
ঘুনা আর অভিশাপ।
অভিশাপ ......
অভিশাপ কেড়ে নিয়েছে
আমার অর্ধ অঙ্গ,
কেড়ে নিয়েছেএক হাত
দ'পা সহ
সমস্ত জীবনের সুখ।
এক হাতে ভর করে
পথ চলতে হয,
গড়িয়ে মাটিতে।
এভাবে পথচলা আর কর্ম,
অতী কষ্টের ভাষাটা
আজ কঠিন পাথর,
মনে সর্বদা ডাকি তারে
বিধাতার নাম ধরে।
ফোঁটো থালায় ছোট্র পয়সা
দয়া কের ,কের দান
কারো দয়া বেশী হলে
দু,টাকা নোট দেয় ছুরে।
আমি আর বেকার নই
ঘুরতে হয়না বেকার সেজে ফাইল হাতে
এিদক আর সেদিক।
একদিন বেশ সকালে
ফাইল হাতে বাহির হলাম
দ্রুত গতীর একটি ট্রাক......,
সেই থেকে এই হাল।
তোমাদের দোয়া আর
ভালবাসায় না হোক
অভিশাপ জুটিয়েছে
আমার এ কর্ম।
ধর্ম আসার যাহাই হোক
যাওয়া হয়না মসজীদে,
মন্দিরে বা গীর্জায়।
আমি পারি না
কেন পারি না?
কারন এটাই আমার জীবন
আর বড় অভিশাপ।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।