আমাদের কথা খুঁজে নিন

   

অভিশাপ

বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।

মেয়ে তুমি কি পাহাড় দেখেছ? পাহাড়ের বুকে ঝর্নাধারা, ইহা পাহাড়ের কন্না। মেয়ে তুমি কি সমুদ্র দেখেছ? গভীর সমুদ্রে জেগে উঠা সাইক্লোলন, ইহা সমুদ্রের শাসন। মেয়ে তুমি কি বন দেখেছ? গভীর বনে পশু-পাখির চিৎকার, ইহা বনের সুর। মেয়ে তুমি কি মরুভূমি দেখেছ? শুষ্ক মরুভূমিতে মরিচীকার খেলা, ইহা মরুভূমির ধোঁকা। মেয়ে তুমি কি মেরু অঞ্চল দেখেছ? সাদা মেরুর ভিতর পেঙ্গুইনের জড়তা, ইহা মেরুর একতা। মেয়ে তুমি কি নদী দেখেছ? নদীর বুক ছিঁড়ে জন্ম নেওয়া চর, ইহা নদীর সন্তান। মেয়ে তুমি কি আমাকে দেখেছ? মনের ভিতর লুকিয়ে আছে তোমার ছবি, ইহা আমার একটা অভিশাপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।