তারার অক্ষরে লিখা মহাকাব্য
পাঠালাম তোমায়, তুমি পড়ে নিও
নিত্ব নিয়ত। কিভাবে আমার ভাবনাগুলো
তোমার পানে ছুটে চলে।
সুর্যের রশ্মির সাথে প্রাণ পাঠালাম
তুমি শুষে নাও, অনন্তকাল বেঁচে থাকো
আমার আক্ষেপ নিয়ে ধুকে ধুকে
অভিশপ্ত জীবন টেনে নিয়ে বেড়াও।
আমি হেলাল হাফিজের মত মহৎ হতে পারিনি
তাই দিতে পারলাম না সুখে থাকার অভিশাপ।
শুধু পারি এতটুকু জানাতে
পাথরে ফোটানো ফুল ঝরে গেছে
হেলে পড়েছে এভারেস্ট শৃঙ্গে প্রোথিত প্রেমের পতাকা
অরণ্যের অবহেলিত কোটি কোটি ঝরা পাতার নীচে
হারিয়ে গেছে সাগর সেচা মুক্ত
আর পারলে জানিও
জীবন যখন দেয় কঠিন গ্রানাইট উপহার
তোমার মন কতটুকু কাঁদে ফেলে আসা
রেশম পুতুলের জন্য।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।