আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষা বর্ষা বর্ষা.................................।

জীবনে যা কিছু শিখলাম ,সব ভুল করে শিখলাম । ভুল বিহনে কোন কিছু শিখা যায় না । আসলাম আপনাদের মাঝে কিছু শিখার তরে । এল বর্ষা বৃষ্টি নিয়ে , মাঠ ঘাট গেল ভরে । গাঁয়ের ছেলেরা , মাছ ধরে ডুবো জলে , এল বর্ষা ঝড়ো হাওয়া নিয়ে ।

নদ কে দিল উজ্বলা করে । চারি দিকে থৈ থৈ পানির খেলা । কি করিবে ,কৃষক শ্রমিক এই অবেলা । বর্ষার পানিতে ,নদীর দুকোল গেল ভেঙ্গে । বানের পানি, এল ঘরের মেঝেতে ।

এটাত প্রতি বছরের স্বাভাবিক ব্যাপার । কিন্তু ব্যতিক্রম কেন হল এবার । গ্রামেতে তো নয় , এখনত দেখি শহরেও হয় ,বানের খেলা । চট্টগ্রামের ,এই অবস্থার জন্য দায়ি কারা । এতো দেখি সব রাজনীতির খেলা , ভরাট হয়ে গেল সব নালা , তাইতো শহরকে আকঁড়ে ধরল জলাবদ্ধতা ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।