মশিউর রহমান
আষাঢ়ে বৃষ্টি ঝরে
বৃষ্টি সুরে সুরে কথা বলে
প্রতিটি জলের ফোঁটার শব্দ গুঞ্জনে
সুর লহরীর মূর্ছনা আমাকে আবেগী করে
আমি শুনতে পাই, তোমার কন্ঠসর!
শুনতে পাই তপ্ত ধরার ডাকে
আকাশ শীতল জল ঢালে
কখনও সৃষ্টির তরে কখনও বা বিরম্বনা ধ্বংসের মাতম
এ কি আকাশ মাটির প্রেম লীলা!
শুনতে পাই তোমার কন্ঠসর!
কাঁদ এভাবে মন খুলে অতীত কষ্ট
জরা গুলি যাও ভুলে
টুপটাপ রিনিঝিনি হালকা হও
কিন্তু চখের জলে পারিনা বুক ভাসাতে
কাঁদতে পারিনা মন খুলে!
মেঘের আঘাতে বজ্রপাতের হুংকার
কান্নার সুরের বদলে হয়ে যায় চিৎকার
আজন্ম শুনছি কেবল চাই-চাই নাই-নাই
হয়না দেশটার কেন সঠিক উপায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।