আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষা এল

গ্রীষ্ম গেল বর্ষা এল ভরলো নদী ভাসলো বিল, ডোবার পাঁকে ব‍্যাঙের ডাকে ছন্দ তালে দারুণ মিল। পাতার পরে বৃষ্টি ঝরে টাপুর টুপ শব্দ শুনি, ঘরের কোণে আপন মনে নানা রঙের স্বপ্ন বুনি। বৃষ্টি হলে খেলার ছলে নৌকা ভাসাই উঠোন জলে, খোকন বাবু বৃষ্টি কাবু ঢাকছে মাথা ছাতার তলে। বিলের জলে শাপলা ফলে শাপলা তোলা বেজায় সুখ, বড়শি ফেলে মৎস‍্য পেলে দেখবো খুশি মায়ের মুখ। নদীর বাঁকে স্রোতের ডাকে ছুটছে দেখ কচুরিপানা, ফেলছে জাল জেলের পাল মাছের দেশে দিচ্ছে হানা। দেখবে যদি আকাশ নদী আসতে হবে আমার গাঁয়ে, তোমায় নিয়ে হুররে দিয়ে খেলবো জলে, চড়বো নায়ে!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।