আমাদের কথা খুঁজে নিন

   

বেশি কথা বললে মিসটেক হয়ে যায়।

ভালো লাগে ভ্রমন করতে, ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে, অবসর সময় ফেইসবুকে চ্যাটিং করি, সময় পেলে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে কাজ করি। টিভিতে প্রচারিত লন্ডনের অনুষ্ঠানে মাহফুজুর রহমানঃ প্রধানমন্ত্রী বাচাল, বেশি কথা বললে মিসটেক হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাচাল’ বলে উল্লেখ করেছেন এটিএন বাংলা’র চেয়ারম্যান মাহফুজুর রহমান। সম্প্রতি লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি সরকারের বিরুদ্ধে কীভাবে প্রচারণা চালানো হবে, তার সে পরিকল্পনার কথাও জানান।

সাগর-রুনি হত্যাকাণ্ডের আরও বিবরণ দেন তিনি। বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টিভি গতকাল এ সংবাদ প্রকাশ করেছে। বৈশাখী টিভির প্রতিবেদনে বলা হয়, লন্ডনের যে সংবাদ সম্মেলনে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন, সেই একই সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও বেশকিছু মন্তব্য করেন। প্রধানমন্ত্রীকে বাচাল বলে অভিহিত করে এটিএন বাংলা’র চেয়ারম্যান বলেন, ‘প্রাইম মিনিস্টার কত না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি বেডরুম পাহারার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে বেশি কথা বলতে বলতে বাচালের মতো ফট করে মিসটেক (ভুল) হয়ে যায়।

’ এ সময় তিনি জানান, তিনি সরকারের দুর্নীতির খবর প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বের হওয়া তার খবরের কাগজে প্রকাশ করবেন। পরে সেই পেপারের উদ্ধৃতি দিয়ে তার টেলিভিশনে প্রচার করবেন। সাগর-রুনি হত্যাকাণ্ডের আরও বর্ণনা দিতে গিয়ে মাহফুজুর রহমান বলেন, ‘(হত্যাকাণ্ডের দিন) সাগরের সন্ধ্যা থেকে সকাল ৬টা পর্যন্ত ডিউটি ছিল। কিন্তু হঠাত্ এমন কী ঘটল যে সে সবকিছু ফালাইয়া দিয়া, কাজ ফালাইয়া দিয়া রাত দুইটায় সে ফট করে বাড়িতে চলে আসল? এটা কিন্তু সবার প্রশ্ন। সে এমন কী আলামত পাইছিল যে অফিসে কাউকে কিছু না জানাইয়া ফট করে রাত দুইটায় বাসায় ফিরে গেছে।

হয়তো বাসায় যাওয়ার পর সে এমন কিছু দেখছে যে দেখার পর সে সহ্য করতে পারে নাই। ’ মাহফুজুর এ সময় আরও বলেন, ‘আমাকে আবারও তার বাচ্চার কথায় ই আসতে হয়, আমার আম্মুকে আমার আব্বু প্রথমে খুন করছে। তারপর দুটা গুণ্ডা প্রথমে হাত পা বেঁধে আমার আব্বুকে খুন করছে। ’ মাহফুজুর রহমান বলেন, ‘এই দুইটা লোক যে খুন করছে তারা অনেক আগে থেকেই এ বাড়িতে ছিল, খুনের বহু আগে থেকেই এবং এরা খুন হওয়ার পর বাড়ি থেকে বাইর হইয়া গেছে। ’ এ হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থারও সমালোচনা করেন তিনি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.