বিকল্প গনমাধ্যমের চিন্তা থেকেই এখানে একটু লেখালেখি করি আব্দুর রব নাহিদ, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ( (বিজিবি) ও ভারতীয় সীমারক্ষী বাহিনীর সেক্টর কমাণ্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বিএসএফের একটি দল মালদা সেক্টর কমাণ্ডার শ্রী অমরজিত সিংয়ের নেতৃত্বে সোনামসজিদ সীমান্তের জিরোপয়েন্টে আসলে বিজিবির পক্ষ থেকে তাদের ফুল দিয়ে অভ্যার্থনা জানান দিনাজপুর সেক্টর কমাণ্ডার এমদাদুল হক। পরে সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ের তাদের নেতৃত্বেই বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘন্টা ধরে চলা বৈঠকে সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড ও চোরাচালান বন্ধসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৌহার্দ্যপূর্ণ সহবস্থান নিয়ে আলোচনা হয়। এসময় বিএসএফের পক্ষ থেকে বলা হয়, চোরাচালানীদের উৎপাত রোধ করতেই বিএসএফ গুলি চালায়। চোরাচালানীরাও অনেক সময় বিএসএফের উপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। তবে ভবিষ্যতে সীমান্ত হত্যা নিয়ে বিএসএফ সতর্ক হবে বলে বৈঠকে উল্লেখ করেন অমরজিত সিং। বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টর কমাণ্ডার মোহাম্মদ মহসিন, ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক হাসান মোহাঃ শামসুদ্দিন, চাঁপাইনবাবগঞ্জের ৯ ব্যাটালিয়নের অধিনায়ক মনজুরুল আলম, বিএসএফের ৬৯ ব্যাটালিয়নের কমাণ্ড্যান্ট শ্রী প্রেম সিং, ১২৫ ব্যাটালিয়নের কমাণ্ড্যান্ট এ এস দাবস, ২০ ব্যাটালিয়নের কমাণ্ড্যান্ট প্রখর ত্রিবেদীসহ অন্যান্যরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।