আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলোতে মুকুলের সৌরভ

আমের জেলা চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে এখন মুকুলের মৌ মৌ সৌরভে মাতোয়ারা মানুষ। আম গাছগুলোতে মুকুলের সমারোহে নয়ন ও প্রাণ জুড়িয়ে যায়। এবার দেরিতে অনেক গাছে মুকুল এসেছে। তবে বিরুপ আবহায়ার কারণে এবার আমের উত্পদন কম হবে বলে আশংকা করা হচ্ছে। কারণ চাঁপাইনবাবগঞ্জে ফাল্গুনের অসময়ের কয়েকদফা বৃষ্টি, টানা মেঘলা আবহাওয়া, ঠান্ডার প্রকোপ, কুয়াশা ও দিনের বেলা গরম বাতাসের অভাব বিরাজ করছে।

 

তাই প্রতিকুল আবহাওয়ায় আম উত্পাদন হুমকীর মুখে থাকলেও ক্ষতি পুষিয়ে নিতে বাগান মালিক ও আম চাষীরা বাগানের পরিচর্যা পুরোদমে চালিয়ে যাচ্ছেন।  

 

জানাগেছে, কৃষি বিভাগ জেলায় চলতি মৌসুমে ২লাখ ৫০হাজার মেট্রিক টন আম উত্পাদন হবে বলে আশা করছে। এদিকে জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলার ৪৫ ইউনিয়ন ও ৪টি পৌর এলাকা মিলিয়ে ২৪ হাজার ৮'শ ৩০ হেক্টরেরও বেশী  জমিতে প্রায় ২০ লাখ আমগাছ রয়েছে।  

গত বছরের চেয়ে এবার আমবাগানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং আম ব্যবসা লাভজনক হওয়ায় অনেকেই ধানি জমিতেই আমবাগান গড়ে তুলছেন। চাঁপাইনবাবগঞ্জের আমবাগান খ্যাত কানসাট, শিবগঞ্জ, রহনপুর, মলিকপুর, ভোলাহাট ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগানগুলো দফায় দফায় বেচাকেনা চলছে।

তবে বৈরী আবহাওয়ার কারণে কাঙ্খিত দাম পাওয়া যাচ্ছে না বলে জানান আম বাগান ব্যবসায়ী একরামুল হক।  

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.