অব্যক্ত বক্তব্যের ধারাবাহিক চলন,,
আমায়...
আমি কখনও আবু-বকর, কখনো নোমানী, ফারুক কিংবা নাসিম
আমি দরিদ্র বাবার মৃত "মেধাবী" সন্তান!!!
আমি "জিয়ার সৈনিক" হয়ে ছেড়েছিলাম হল,
পরে "জয় বাংলা" বলে পেয়েছিলাম নতুন দল...
মৌলবাদের দানে পিছে বলেছিলাম "নারায় তাকবীর"
"দুনিয়ার-মজদুর এক করে" হয়েছিলাম বীর!!!
কিন্তু অবশেষ আমায় শেষ করেছে
পিতার হাতে আমার কবরের মাটি তুলে দিয়ে...
মনে পড়ে, বলেছিল বাবা...
যেদিন " উচ্চশিক্ষা" অর্জনে ছিল গমন
"বড় হয়েছিস...দেখে-শুনে চলিস বাবা"..
ভুল বুঝনা আমায়,,সত্যি বাবা
দেখে চলেছি, শুনেও চলেছি
কিন্তু আমার দেখা-শুনা শেষ করে দিয়েছি কতক ঘাতক।।
তব,আমার মৃত্যুতে যেন শেষ হয় সকল অনাকাঙ্খিত মৃত্যু,,
ঘাতকের রক্তে ফিরে পাক মানবীয় টান।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।