পৃথিবীতে এসেছি, চিহ্ন রেখে যেতে চাই ...... -আপনি কি মেধাবী? - হ্যা -আপনার বাবার কি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে? -না -আপনি কি নারী? -না -আপনি কি উপজাতী? -না -আপনি কি প্রতিবন্ধী? -না -আপনার কি ক্ষমতাধর মামা চাচা আছে? -না -আপনার বাবার ব্যাঙ্ক ব্যালেন্স কি স্বাস্থবান? -না তাহলে আপনার জন্য কিছু দুঃসংবাদ আছে, বাংলাদেশে সরকারী চাকরীর ক্ষেত্রে ৫৫ভাগ বরাদ্ধ থাকে বিভিন্ন কোটার জন্য। ৩০% মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, ১০%নারীদের জন্য, ১০% উপজাতীদের জন্য, ৫% প্রতিবন্ধী ও অনান্যদের জন্য। ভাবছেন ৪৫ ভাগ আছে যোগ্যদের জন্য? না, ভুল করলেন, এখানেও কিছু অলিখিত কোটা থাকে, যেমন ধনী কোটা, মামা চাচা কোটা, তারপর প্রশ্ন ফাসতো আছেই। এখন মেধা দিয়ে আপনি বাসায় বসে মুড়ি চাবান। এমন অদ্ভুত কোটা পদ্ধতি পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। ছোটবেলায় শেখা সেই প্রবাদটিকে মনে হয় পরিবর্তন করারসময় এসেছে, "লেখাপড়া করে যে, লোকাল বাসে চড়ে সে" মামা চাচা আছে যার, সে চড়ে প্রাইভেট কার"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।