হারাচ্ছে শত প্রাণ;/ছিল যারা ছাত্র-/প্রাণের বিনিময় তারা আজ মেধাবীদের দলে/যন্ত্রদানব নয়, যন্ত্রচালকের ভুলে ।/মেধাবীর সহপাঠী যারা/যাচ্ছে ভুলে তারা/দোষটা তার নয়,সেতো যন্ত্রদানব;/ভাঙ্গছে নির্দিদ্ধায় ।/হয়ত মেধাবী হওয়াটা মেধাবীর অসচেতনতায়/তবু দায়ভার যন্ত্রদানবেই বর্তায়/যুদ্ধ সাজে সবাই বের হয়;/নির্মূল করতেই হবে আজ যন্ত্রদানব সমূলে/মৃত যন্ত্রদানবগুলোও কি যাবে মেধাবীদের দলে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।