ভ্যাম্পায়ার ওয়ারিয়র ০.১ সামওয়্যার ইন ব্লগ একটি মুক্ত ব্লগ যেখানে সকলে বিনা দ্বিধায় মত প্রকাশ করতে পারে। কিন্তু ইদানিংকালে আমার চোখে এই ব্লগের কিছু চরম অসংগতি প্রকাশ পেয়েছে যেগুলো অন্যদের চোখে নাও মনে হতে পারে। আমি নিচে এগুলো পর্যায়ক্রমে তুলে ধরলাম-
১। অনেক ব্লগ পোষ্টে খারাপ, অশ্রাব্য ভাষা,ব্যাক্তিগত আক্রমন,রাজনৈতিক অশ্রাব্য ভাষা প্রভৃতি ব্যাবহার যদিও এটা এই ব্লগে বহু আগে থেকেও ব্যাবহার হচ্ছে কিন্তু এটা দিনকে দিন খারাপ হচ্ছে । আমি অনেক ব্লগারের নিক দিতে পারব যারা এটা করছে কিন্তু সেটা দিয়ে কারও ব্যাক্তিগত রোষানলে পড়তে চাইনা তাই দিবনা,আশা করি মডারেটরদের ব্রেনে এই নিকগুলো আছে।
এটা রোধ করার জন্য এই ব্লগের মডারেটরদের অনেক বেশি সক্রিয় হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।
২। অনেক ব্লগার দুতিন লাইন দিয়ে ,বিশ্লেষন ছাড়া ভিডিও লিঙ্ক দিয়ে বিভিন্ন বিষয়ে পোষ্ট করছে দেদারছে। প্রথম পাতা ভর্তি হয়ে যায় এই ধরনের ব্লগে অথচ মডারেটরদের কোন উদ্যোগ নেই।
৩।
নতুন যারা একাউন্ট খুলেছে তাদের একাউন্ট এক্টিভেট হতে প্রচুর সময় নেয় এর মডারেটররা ,আমার একাউন্ট এক্টিভেট হতে প্রায় ২-৩মাস সময় লেগেছে, কেন এত সময় নিয়ে এক্টিভেট করা হয় তা বোধগম্য নয় আমার। বেছে বেছে এক্টিভেট করলেও সর্বোচ্চ ২০-৩০ দিনের বেশি নেয়া উচিত নয়।
৪। একই বিষয় নিয়ে অত্যাধিক পোষ্ট দেয়া হচ্ছে সেগুলো মডারেট করা প্রয়োজন বলে আমি মনে করি।
৫।
কিছু কিছু পোষ্টে দেখা যায় ব্লগাররা এত ছবি দেয় যে প্রথম পাতার অর্ধেক ছবিতে শেষ বাকি পোষ্টগুলো ১ মিনিটেই পরের পেইজে চলে যায় অথচ সেগুলো মডারেটররা ডিলিট করেনা বা এডিট করার জন্য বলেনা ব্লগারকে। এটা দুর করা উচিত।
৬। অনেক ব্লগারকে দেখা যায় ব্লগের হেডলাইনেই ছাগু-নাস্তিক-কাফের প্রভৃতি অশ্রাব্য কথা দিয়ে রেখেছে ভিতরে কি আছে সেটা না হয় বললামনা। এতে করে ভাল ব্লগারদের লেখার মনমানসিকতা হারিয়ে যায়, বিভিন্ন ব্লগারদের মধ্যে বিভেদ-দ্বন্দ দেখা দেয়,ব্লগে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়,ঝগড়ার মাধ্যমে অনেক ব্লগার হারিয়ে যায়।
এটা দুর করার জন্য মডারটরদের দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন যাতে এই ধরনের পোষ্ট না হয়।
৭। অ্যাডাল্ট পোষ্টগুলোর জন্য বয়স ভেদে,প্রোফাইল ভেদে কিছু ব্লগারদের জন্য উম্মুক্ত করা এবং এর জন্য আলাদা সেকশন/বিভাগ করা উচিত যাতে নন অ্যাডাল্টরা এতে প্রবেশ না করতে পারে সে জন্য এই ধরনের পোষ্ট মডিফাই করা প্রয়োজন বলে আমি মনে করি।
৮। প্রত্যেকটা ব্লগই কোন না কোন বিষয়ের উপর লেখা হয় যেমন প্রবাসজীবন,তথ্যপ্রযুক্তি,ইসলাম,ছড়া-কবিতা,সমালোচনা প্রভৃতি কিন্তু দেখা যায় যখন ব্লগ লেখা হয় সেখানে ট্যাগ আছে কিন্তু কোন বিষয় নেই।
আমি মনে করি অবশ্যই বিষয়টি থাকা উচিত তাহলে পরবর্তীতে যে কোন পাঠকের ওই বিষয় সম্পর্কিত লেখা খুজে বের করা সহজ হবে এবং ব্লগ হবে আরও মানসম্পন্ন ও সমৃদ্ধশালী।
৯। লেখায় বিভিন্ন কালার দেয়ার ব্যাবস্থা করলে ভাল হত তাতে লেখার ভিতরে বৈচিত্রময়তা, আকর্ষনীয়তা,ভিন্নতা লক্ষ্য করা যেত সেটা করা উচিত।
১০। ব্লগের একেবারের উপরের ছবিটা মডারেটররা চেঞ্জ করতে পারে যেহেতু দীর্ঘদিন যাবত এই একই ছবি চোখে পড়ছে।
এটা করলে ব্লগটি যে বেটার হবে তা দ্বিধাহীনভাবে বলা যায়।
১১। মাঝে মধ্যে লগইন করতে সমস্যা হয় অনেকের ,আমারও দুতিনবার ইউজার নেম,পাসওয়ার্ড দিতে হয় মাঝেমধ্যে এটা কেন হয় বুঝতে পারিনা,এটা রিমুভ করা উচিত মডারেটরদের ভাইদের বলে আমি মনে করি।
১২। সর্বাধিক পঠিত পোষ্ট,সর্বাধিক কমেন্ট প্রভৃতি অপশন দেয়া উচিত যেট নতুন ভার্সনেও দেয়া হয়নি।
আশা করি মডারেটর ভাইরা আপনাদের এই ভুলত্রুটিগুলো চোখে পড়েছে এবং রিমুভ করার জন্য আপনাদের একান্ত উদ্যোগ কামনা করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।