আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ার ইন পিকনিক - ২



গতকালকের পিকনিকের আহবানের পরে আশাতীত সাড়া পাওয়া গেছে । আমি সত্যিই খুব আনন্দিত । সর্বশেষ কিছু আপডেট তুলে ধরছি ঃ ১>> তারিখ ঃ - ২২ ফেব্রুয়ারি অনেকেই থাকতে পারবেন না বলেছেন । তাই ২৯ ফেব্রুয়ারি প্রস্তাব করছি । ২>> বাস ঃ - কালপুরুষ দাদা যেহেতু বাসের দায়িত্ব নিয়েছেন , সুতরাং আমাদের সময় , খরচ এবং দুশ্চিন্তার অনেকটাই এখন আর নাই ।

তাই চাঁদা কমিয়ে ৪০০/- করা হইল । এবং সবুজ ভাই যদি সত্যিই ৫০০০/- টাকা ডোনেট করেন তবে চাঁদা ৩০০/- করা হবে। এটা কনফার্ম হবে ফিজিকাল মিটিং এ । ৩>> মেন্যু ঃ- প্রত্যু বলেছে " একটা বাবুর্চির ঠিকানা দিচ্ছি। অর্ডার করলে স্পট এ খাবার পৌছে দেবে।

ওরা কাচ্চিতে বস টাইপ। জাস্ট ১টার সময় ... গড়ম গড়ম কাচ্চি... বাবুর্চি মো: সালাম মিয়া, ফোন: ৮১২০১৯৮, ৯১১৪২৮৮, ৮১২১২৮৬, ০১৭১৫২৩৫৬৫, ০১৮২০২৭৪৭, ০১৭১৬৯৫৭৭১। " এটা খুব ভালো প্রস্তাব । তাহলে বাবুর্চি , বাজার এইসব ঝামেলা থাকবে না । সারাটা দিন আনন্দে কাটানো যাবে ।

এই দায়িত্বটা তাহলে প্রস্তাবকারীর উপরেই পরলো । ৪>> মিটিং ঃ- আগামী শুক্রবার ( ০৮/০২/০৮) বিকাল ৪ টায় টি.এস.সি চক্করে একটা মিটিং আহবান করা হইল । ০১৭১৩ ০১৮২৯৩ আমার নম্বর আবার দিলাম। কারা কারা আসবেন জানান দেন প্লিজ । আশা করি এই মিটিং অনেক কিছুই ফাইনাল করা যাবে ।

৫>> ভেন্যু ঃ- নুহাশ পল্লীর ভাড়া কত কেউ কি জানাবেন ? মৌচাক এখনও কনফার্ম হয় নাই । ৬>> উপদেশ ঃ- দয়া করে কেউ কোনরকম মারামারি , দলাদলির কথা এখানে লিখবেন না । কারো যদি এই পোস্ট ভালো না লাগে নিরবে এড়িয়ে যাবেন । একবার চেষ্টা করে দেখুন না সব ভুলে একটা মিলন মেলা তৈরি করা যায় কিনা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.