কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম
গত তিন/চার দিন ধরে দিনের বিভিন্ন সময়ে সামহোয়ার ইনে ঢুকতে সমস্যা হচ্ছে।
ঐ সময় আমার জিপি মডেমে ডাউনলোড ও আপলোড স্পিড ০০ কেবিপিএস দেখায়।
অথচ তখন অন্যান্য ওয়েবসাইটে ক্লিক করলে সাথে সাথেই যথেষ্ট স্পিড চলে আসে এবং সমস্যা ছাড়াই ব্রাউজিং করতে পারি।
এরকম কেন হচ্ছে? এখানে জিপিকে দোষ দিয়ে আদৌ লাভ আছে?
সামহোয়ার ইনে আমি দিনের অনেকটা সময় কাটাই বলে হয়ত খেয়াল করছি।
কিন্তু যারা অনিয়মিত ব্লগার বা ভিজিটর, তারা যদি আমার মত ঢুকতে না পেরে নিরাশ হয়ে যায় সেক্ষেত্রে সামহোয়ার ইন কি পরোক্ষভাবে সামান্য হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে না?
এই সামান্য পোস্টটুকু ব্লগে প্রকাশ করতে ৩০ মিনিট লাগল। এরপর আরও ২০ মিনিট পর নিজের পোস্ট দেখার সুযোগ পেলাম।
মজার ব্যাপার হচ্ছে, আমার এই পোস্টের নিচে বালকবন্ধু ও আরেক জন ব্লগারের একই পোস্ট দুইবার দেখতে পাচ্ছি।
অর্থাৎ দিনের নির্দিষ্ট কিছু সময় সামহোয়ার ইনের সার্ভার অস্বাভাবিক আচরণ করছে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।