আমাদের কথা খুঁজে নিন

   

পোল্ট্রি শিল্প ধ্বংসে আমার মন্ত্রণালয়ই দায়ী....লতিফ বিশ্বাসের সরল স্বীকারোক্তি

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত দেশের পোল্ট্রি শিল্প ধ্বংসের জন্য নিজের মন্ত্রণালয়কেই দায়ী করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। মন্ত্রী বলেছেন, আমার মন্ত্রণালয়ের অদক্ষতা ও অব্যবস্থাপনার জন্যই পোল্ট্রি শিল্প ধ্বংস হয়ে গেছে। যদিও গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ শিল্পের ধ্বংস শুরু হয়েছিল।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাজী ফার্মস পরিবেশক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলা নিউজ আব্দুল লতিফ বিশ্বাস বলেন, গত কয়েক বছর নানা অব্যবস্থাপনা ও কিছু পোল্ট্রি খামারির জন্য এ শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এ শিল্প রক্ষা করার জন্য কৃষি, খাদ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশের পোল্ট্রি শিল্প ভোক্তার চাহিদা মেটাতে পারছে না বলেই পার্শ্ববর্তী দেশে থেকে আমরা মুরগির ডিম আমদানির অনুমতি দিয়েছি।

তাছাড়া রমজানে চাহিদা মেটাতে এ অনুমোদন দেওয়া হয়েছে। তবে রমজানের পর আর ডিম আমদানি করা হবে না বলেও খামার মালিকদের নিশ্চিত করেন তিনি। বিশ্বব্যাংকের সঙ্গে টানাপড়েনের কারণে পোল্ট্রি শিল্পে চাহিদা অনুযায়ী আমরা ভর্তুকি দিতে পারছি না উল্লেখ করে তিনি বলেন, এই বিশ্বব্যাংকের কারণে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, সরকার ভ্যাকসিন দেওয়া নিষিদ্ধ করলেও কিছু খামারি অবৈধভাবে ভ্যাকসিন দিচ্ছে। তাদের উদ্দেশে তিনি বলেন, কয়েকজন খামারির জন্য পুরো শিল্পকে ধবংস হতে দেব না।

লতিফ বিশ্বাস বলেন, গত দুই বছর আগে আগে বাণিজ্যমন্ত্রী পার্শ্ববর্তী দেশ থেকে ডিম আমদানির সুযোগ দিয়েছিলেন, তার ফলে আমাদের এ শিল্প অনেক ক্ষতির মুখোমুখি হয়েছে। কিন্তু এবার রমজানের পর ডিম আমদানি করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল কুমার দত্ত বলেন, ব্যাংকিং সেক্টর এ খাতে ঋণ দিতে চায় না, আর দিলেও উচ্চ সুদ নির্ধারণ করে দেয়। অর্থমন্ত্রীকে আমরা বলেছি, পোল্ট্রিখাতে ১০ ভাগ সুদে যাতে ঋণ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক আমাদের আশ্বস্ত করেছে তারা সব ব্যাংকে এ ব্যাপারে নির্দেশনা দেবে।

তিনি বলেন, গত বছর মৎস্যখাত থেকে ৪ হাজার ৩শ কোটি বিদেশি মুদ্রা অর্জন করেছি। সম্ভাবনাময় এ শিল্পকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। তাই সরকার সচেতনভাবে এ শিল্প রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মাংস রফতানি করার জন্য সাভারে এ বছরই একটি ল্যাব স্থাপন করা হবে বলে জানান তিনি। খাদ্য আমদানি করে বিশ্ববাজার দখল করতে যা করা দরকার সরকার তা করছে উল্লেখ করে তিনি বলেন, পোল্ট্রি মালিক, খামারিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

কাজী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী মহাপরিচালক আশরাফ আলী, কাজী ফার্মের বিপণন পরিচালক কাজী জাহিদ হাসান, পোল্ট্রি বিশেষজ্ঞ জন র‌্যাডক্লিফ প্রমুখ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.