আমাদের কথা খুঁজে নিন

   

অমরত্বের সাধ

ওলি

তিথনাস হয়ে গেছে বুড়া । চুল তার গেছে পেকে । কিন্তু মওত নাই তার কপালে । অমরত্বের বর পেয়ে এখন তার ছেড়ে দে মা কেদে বাচি দশা । তার প্রেমিকা অরোরা দেবী এখনও সাকিরার মত সমান ওয়াকা ওয়াকা আবেদনময়ী ।

কিন্তু, তিথনাস এখন আর তার প্রতি আকর্ষণ বোধ করেনা । সে মরণ চায় । মরণ তার কাছে তুহু মম শ্যামসম । অরোরা যেহেতু দেবী, সেহেতু তিনি চির-যৌবনা । তিনি তিথনাসের অবস্থা দেখে করূণা বোধ করেন ।

বোকা মানুষ ! দেবীর কিছু করার নেই । কেননা, দেবতারাও নিজেদের দেওয়া বর ফিরিয়ে নিতে পারেন না ! তিথনাসের এখন নিজের অবস্থার জন্য আফসোস হয় । কেন অমর হতে চাইলো সে ? মরণশীল মানুষের কেন অমর হওয়ার খায়েশ? কেন মানুষ মানবজাতির অন্য সদস্য হতে আলাদা হতে চায় ? এতে আদতে কি লাভ ? প্রাকৃতিক নিয়মের বাইরে গেলে কষ্টের শেষ থাকেনা । মিথ হতে উপদেশ ভাষা পায় ইংরেজ রাজকবি টেনিসনের কবিতায় । Tithonus কবিতায় তিথনাসের মুখ দিয়ে চরম দূ:খে ফিলোসফি বেরিয়ে আসে : Why should a man desire in any way To vary from the kindly race of men, Or pass beyond the goal of ordinance Where all should pause, as is most meet for all?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।