এতকিছু ... ওই সিনেমার জন্যই...
২০০৫ সালে আমার এক বিস্ময় বালকের সাথে পরিচয় হয়। আমি তখন হলুদ পাঞ্জাবী পড়ে ঘুরে বেড়াই, সদ্য ভর্তি হওয়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে। কাব্য করার চেষ্টা করি। আমি তখন পুরদস্তুর অনুকাব্যের প্রেমে। আর সেই বালক বাজায় গীটার।
তার নাম প্যানুয়েল প্রিন্স । আর আমার নাম আপনারা জানেন সেই সময়েই আমরা একটা ব্যান্ড করে ফেলি। চর্চা চলতে থাকে প্রায় গোপনে। ব্যান্ডের নাম ঢাকা মেট্রো ।
চৈত্র মাসের জোছনা আমার ভালো লাগে না কিছু
২০০৩ সালে আমি হুট করে খুব প্রবলভাবে অণুকাব্যের প্রেমে পড়ি।
প্রভাব আলপিন। অদৃশ্য গুরু দন্ত্যস রওশন। তখন হুট করে লিখে ফেলা হয় এই অণুকাব্য গুলো। আমি তখন কলেজে পড়ি। হোস্টেলে থাকি।
শুক্রবারের ছুটিতে বাড়ি এসেছি। আমাদের বাড়িতে একটা বেলীফুলের গাছ এখনো আছে, এখনো ওইগাছে প্রথম ফুলটি ফোটে চৈত্রমাসের জোছনায়। সেদিনও ছিলো চৈত্রমাসের জোছনা। আমি বারান্দায় বসে ছিলাম। আর কাগজে এক বসায় বেশ কিছু অণুকাব্য লিখে ফেলি।
চৈত্র মাসের জোছনা আমার
ভালো লাগে না কিছু
বেলি ফুল ফুটলে গাছে
নেবো তোমার পিছু । ।
ওই সময় আমি এক বালিকা কে চিঠি লিখতাম। সে ঢাকায় থাকতো। আমি ঢাকার বাইরে।
অজস্র চিঠি লিখি। কোন উত্তর আসে না। এরকম এক ধরনের অপ্রেম, প্রেমহীনতা, আবেগ এবং দুঃখবিলাসিতা থেকে ওগুলো লেখা।
এর পর তো ঢাকায় চলে আসা প্রিন্সের সাথে বন্ধুত্ব, ব্যান্ড করা এবং অনেক কিছু। ২০০৬ এর এক লোডশেডিং-এর রাতে নিজ দায়িত্বে বেশ কিছু অনুকাব্য জোড়া লাগিয়ে একটা চমৎকার গান তৈরি করে ফেলে সে।
আমার পাঁচটি এবং ওর নিজের দুটি অণুকাব্য নিয়েই এই লিরিক। আমাদের কাছের বন্ধু বান্ধব যারা তারা এই গানের অত্যাচার গত অর্ধ যুগ ধরে সহ্য করে আসছেন। গানটার নাম "বৃষ্টি কাব্য"
গত দুই তিন বছর ধরে আবার আমরা শুরু করি আমাদের স্বপ্ন যাত্রা,বেশখানিকটা বিরতীর পর। আমাদের সাথে যুক্ত হয়ে পড়ে শাহরিয়ার তন্ময়। অনেকটা দৈবক্রমে।
এভাবে গান বানানো শুরু করলো Dhaka Metro আমাদের ব্যান্ড। "বৃষ্টি কাব্য" গানটি গত কয়েকদিন ধরে বাজছে ABC Radio FM 89.2 এ, আন-রিলিজ ট্র্যাক হিসেবে।
বঙ্গাব্দ ১৪২০-এর সূচনায় সবার জন্য উন্মুক্ত হচ্ছে বৃষ্টি কাব্য'র অনলাইন স্ট্রিমিং,
এই লিঙ্ক'টিতেঃ
বৃষ্টিকাব্য
সম্প্রীতির আলিঙ্গনে শুভ হোক নতুন বছর। আমাদের সব বন্ধু বান্ধব ও ভালোবাসার মানুষদের জন্য এই সামান্য নিবেদন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।