গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।
‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। ’ পল্লীকবি জসীমউদ্দীনের ‘সুচয়নী’ কাব্যগ্রন্থের কালজয়ী কবিতা ‘আসমানী’র কেন্দ্রীয় চরিত্র বাস্তব আসমানীর (৯০) অবস্থা আশঙ্কাজনক। সেই আসমানী হƒদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে কোমায় আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল রোববার দুপুর পৌঁনে ১২টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে গত শনিবার আসমানীকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সিভিল সার্জন সিরাজুল হক তালুকদারকে আহ্বায়ক করে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সিরাজুল হক তালুকদার জানান, মেডিকেল বোর্ড গতকাল দ্বিতীয় দফা চিকিৎসাধীন আসমানীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষণে ধরা পড়ে এরই মধ্যে তিনি হƒদরোগে আক্রান্ত হয়েছেন। তার সিটিস্ক্যান করা প্রয়োজন।
এই সুবিধা জেনারেল হাসপাতালে না থাকায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। আসমানীর নাতি আক্রাম মল্লিক বলেন, গতকাল দুপুরে আসমানীকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের মহিলা পেইং ওয়ার্ডের ১০ নম্বর শয্যায় চিকিৎসাধীন রয়েছেন। ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আসমানী কয়েক দিন দিন আগে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে গত শনিবার তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র - আজকের আমাদের সময়্
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।