আমাদের কথা খুঁজে নিন

   

পল্লীকবির ‘আসমানী’ অসুস্থ

অচেনা মানুষ ফরিদপুর জেনারেল হাসপাতালের বিছানায় শুয়ে আছেন আসমানী। ‘পল্লীকবি’ জসীমউদদীনের ‘আসমানী’ কবিতার আসমানীকে (৯০) অসুস্থ অবস্থায় আজ শনিবার ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসমানীর নাতি আকরাম মল্লিক বলেন, গত তিন-দিন দিন থেকে তিনি সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত। আজ সকালে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার বলেন, আসমানীকে হাসপাতালের দুই নম্বর কেবিনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

বয়সের কারণে তিনি দুর্বল হয়ে পড়েছেন। ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, আসমানীকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও’—পল্লীকবি জসীমউদদীনের ‘সুচয়নী’ কাব্যগ্রন্থের ‘আসমানী’ কবিতাটিতে এভাবেই আসমানীর বর্ণনা দিয়েছিলেন কবি। সেই আসমানীর বয়স এখন ৯০। তাঁর বাড়ি ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে।

(সূত্র- প্রথম আলো অন লাইন নিউজ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।