আমাদের কথা খুঁজে নিন

   

এভারেস্ট একাডেমী'র পর্বতারোহণ প্রশিক্ষণ

এই প্রশিক্ষণের জন্য ফি ৮ হাজার ৫০০ টাকা। ৫ মে'র মধ্যে রেজিস্ট্রেশন করলে থাকছে এক হাজার টাকা ছাড়। এই খরচেই ১২ দিনের প্রশিক্ষণ, বান্দরবানে যাওয়া-আসা, ৩ রাত ৪ দিন থাকা- সব কিছু। বাড়তি পাওনা- অ্যাডভেঞ্চার লিডারশিপ ও পর্বতারোহণ ট্রেনিং।
ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন, বাংলাদেশ এখন এভারেস্ট একাডেমীর প্রতিটি উদ্যোগের সঙ্গে থাকছে।


১৪-২৫ বছর বয়সী সকল তরুণ-তরুণী এভারেস্ট একাডেমীর যে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলে (শর্তসাপেক্ষে) সবাই ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ডে ভূষিত হবেন (ব্রোঞ্জ, সিলভার, গোল্ড)।
বিস্তারিত জানতে ৯ মে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে এভারেস্ট একাডেমীর অফিসে (১৪/৪ ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৫) ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিতে পারবেন।
ঢাকার বাইরের বন্ধুদের ঢাকায় থাকার সুবিধা
অ্যাডভেঞ্চারপ্রেমীরা যারা ঢাকার বাইরে থেকে এসে যোগ দিতে চান, তাদের জন্য ঢাকায় থাকার উদ্যোগ নেওয়া হয়েছে। একেবারেই নামমাত্র খরচে- দিনপ্রতি ২০০/- টাকা করে থাকতে পারবেন।
৭ দিনব্যাপী 'ঢাকা পর্ব'র প্রশিক্ষণ চলবে ১০ মে সকাল ৬টা ১৫ মিনিট থেকে মোহাম্মদপুরের ইকবাল রোডের খেলার মাঠে, প্রতিদিন ২ ঘণ্টা করে।


এ সময় প্রশিক্ষণার্থীরা পর্বতারোহণের কৌশল, পর্বতে চলার নিয়মকানুন, পর্বতের আবহাওয়া, পর্বতারোহণের সময় শারীরিক সুস্থতা, ঔষধপত্র, প্রাথমিক চিকিৎসা, ম্যাপ রিডিং, হিমালয়, পর্বতে বিপদ থেকে উদ্ধার ইত্যাদির উপর তাত্ত্বিক ক্লাসসহ পর্বতারোহণ সরঞ্জামের সঙ্গে পরিচয়, পর্বতারোহণ সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন ব্যবহারিক ক্লাস, ব্যাগ প্যাক করার নিয়ম, পর্বতারোহণে প্রয়োজনীয় নানা ধরনের গিঁট শেখা, ডাবল জুমার ক্লাইম্বিং, আইসবুট-ক্র্যাম্পন ব্যবহার করে ক্রেভাস (বরফের ফাটল) অতিক্রম করার কৌশল, ফিক্সড রোপে ক্লাইম্বিং, রোপ আপ করে চলার কৌশল, আইস-এক্স ব্যবহার করে পাহাড়ের ঢালে ক্লাইম্বিং ইত্যাদি শেখানো হবে।
এছাড়াও পাহাড়ি ঝিরি ও খাড়া ঢালে সারাদিন ধরে ট্রেকিং করার সুবর্ণ সুযোগ তো থাকছেই। পাশাপাশি তাঁবুতে রাত্রিবাসের সুযোগ থাকছে এ সময়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.