আমাদের কথা খুঁজে নিন

   

এভারেস্ট বিজয়

নীল রক্ত বাহিত কীট পতঙ্গ যুগে যুগে করিয়াছে ইতিহাস রচনা, আমি তারই ধারাবাহিকতা মাত্র

শপথ নাটক, বদলে যাও নাটক, আরো আরো নাটকের পর এখন প্রথমালো লাগছে তাদের এক সাংবাদিক মুসা ইব্রাহীম এর এভারেস্ট বিজয় নিয়ে। মুসার সাথেই জর্ডান রোমেরো নামের ১৩ বছরের এক আমেরিকান বাচ্চাও হিমালয় শৃঙ্গে উঠেছে, মাঝে মাঝেই খবরে দেখি- অমুকে অক্সিজেন ছাড়াই উঠেছে, তমুকে অমুক ছাড়াই উঠেছে। আর নেপালী শেরপা'রাতো প্রতিদিনই দু'একজন উঠছে গাইড হিসেবে বা অন্য কোন কাজে, সব মিলিয়ে বছরে হাজার খানেক মানুষ হিমালয় চুঁড়ায় উঠছে। এই যখন অবস্থা, তখন মুসার হিমালয় বিজয়ে আলটিমেটলি দেশের জন্য কি আউটকাম নিয়ে আসবে? একজন বাংলাদেশী প্রথমবারের মত হিমালয় বিজয় করেছে, অবশ্যই কৃতিত্বের ব্যাপার, আমিও গর্বিত। কিন্তু প্রথমালো যা শুরু করেছে, মনে হচ্ছে মুসা বোধ হয় বিশ্বটাই জয় করে ফেলেছে নেপলিয়নের মত। দেশের দায়িত্বশীল একটা জাতীয় পত্রিকা এইরকম অগুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে গত এক সপ্তাহ ধরে প্রথম পাতায় পুরো পেইজ, অর্ধেক পেইজ, কোয়ার্টার পেইজ নিয়ে ট্রিটমেন্ট করছে, প্রথমালোর কি খেয়ে দেয়ে আর কোন কাজ পায় না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.