সবুজে সবুগে সাজানো গ্রাম সারি সারি গাছপালা বহুকাল ধরে তুমি মানোনিকো পরাজয় দমিয়ে রেখেছিলে পর্বতারোহীদের যারা করতে চেয়েছিল তোমায় জয়। তোমার সৌন্দর্যে অভিভূত হয় সারা বিশ্ব নেপাল ধন্য তোমায় দিতে পেরে স্হান। তোমার জন্য দিয়েছে প্রাণ অনেক স্বপ্নচারী তবুও তুমি থেকে যাও অধরায়। অবশেষে একদিন ১৯৫৩ তে তোমায় জয় করে হিলারী সাথে নিয়ে শেরপা তেনজিং। তবুও শেষ হয় নাকো কৌতুহল তোমায় জয় করতে পাগল সারা বিশ্ব পর্বতারোহীগণ। এখনও তোমায় জয় করা হয়নিকো শেষ এই তো সেদিন বীর বাঙ্গালি মুসা ইব্রাহীম তোমায় করেছিল জয়। তবুও তুমি কঠিন আগের চেয়েও নেপাল সরকার তাই ভালবেসে বিশ্বের মাতৃদেবী নাম দিয়েছে তোমায়। বুকে রেখো এই নাম চিরকালের জন্য গর্বিত হয়ে থেকো বিশ্বের সর্ব্বোচ পর্বতের হয়ে অধিকারী সারা জীবনের জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।