আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষা কি এসেই গেল

রাজশাহীতে প্রচন্ড গরমের পরে ২ দিন যাবত ভারই বৃস্টি হচ্ছে, বৃস্টি আমার খুব ভাল লাগে । ছোট বেলায় রচনা লিখতাম আমার প্রিয় ঋতু । কোথাও রচনার লেখকের প্রিয় ঋতু ছিলো শরত, কারো হেমন্ত, কারো বসন্ত । আমার প্রিয় ঋতু হলো বর্ষা । বেশির ভাগ লোকই এই ঋতুকে অপছন্দ করে ।

তবে আমার মতই অনেকই এই ঋতুকে ভালবাসে বা পছন্দ করে । এর প্রধান কারন কাছ ! বর্ষায় সারা দেশেই প্রচুর মাছ জন্মে আর আমাদের মাছে ভাতে বাঙ্গালীদের এই সময় কিছুটা মাছ খাওয়া হয় । সারা বছর দামের কারনে মাছের বাজারে না ঢুকেই অনেকে বলে মাছ খাইনা আসটে গন্ধ তাই । ২০১১ সালের ২০ নভেম্বর মাসে একটি মাছ ধরার সফল অভিযানে অংশ গ্রহন করেছিলাম । এখানে লিংক এই বছরে যদি আগেই বর্ষা এসে যায় তাহলে মাছের উৎপাদন বেশি হবে ।

আর গত বছরের মত দু একটি অভিযানে অবশ্যই অংশ নেব, আমার সাথে অভিযানে যেতে চাইলে এই লিংকে ক্লিকান । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।