আমাদের কথা খুঁজে নিন

   

অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ১

অনিশ্চিত ভবিষ্যতের পথপানে চেয়ে বসে আছি ১। নিচের কোন কালো দরজাটা বড়?? ২। নীচের ছবিতে C এর সাথে কোন রেখাটি মিলবে A না B? A? একটা স্কেল ধরে দেখুন তো..... ৩। এগুলো কি তৈরি করা সম্ভব?..... ৪। বৃত্তগুলোর মাঝের বর্গটির বাহুগুলোকে কি একটু বাঁকা মনে হয়, আসলে কিন্তু ওরা একেবারে সরল রেখা...... ৫।

নীচের ছবিটি শুধুই কাল রঙের ডিজাইন নাকি এতে কিছু লেখা আছে?..... ৬। বৃত্তগুলোর মাঝের বর্গটির বাহুগুলোকে কি একটু বাঁকা মনে হয়, আসলে কিন্তু ওরা একেবারে সরল রেখা........ ৭। ভালভাবে তাকিয়ে থেকে দেখুন তো কি দেখা যায় আয়তক্ষেত্র নাকি কিউব?...... ৮। এগুলো কি তৈরি করা সম্ভব?..... ৯। নীচের ছবিতে সোজা দুটি রেখার মধ্যে কোনটি বড়? ডানেরটি? উ হুঁ – দুটিই সমান..... ১০।

এগুলো কি তৈরি করা সম্ভব?..... ১১। এই সিঁড়ি দিয়ে কি আমি নীচে নামব না উপরে উঠব??.... ১২। নীচের ছবিতে আপনি কি ছয় জোড়া মুখ নাকি ছয়টি পানপাত্র (গবলেট) দেখছেন?..... ১৩। নীচের ছবিতে সবুজ ও সাদা ব্যাকগ্রাউণ্ডে আড়াআড়ি বিন্যস্ত গোলাপী রং কিন্তু একই – হালকা বা গাঢ় নয়..... ১৪। নীচের দুটি ডিজাইনের মাঝের সাদা বৃত্তদুটি একই মাপের হলেও বাম পাশেরটিকে একটু বড় মনে হয়?..... ১৫।

ছবিটিতে খেয়াল করে দেখুন, মনে হবে লাইনগুলো পেঁচিয়ে কেন্দ্রে মিলেছে, আসলে কিন্তু এখানে বেশ কটি বৃত্ত আঁকা, একটার সাথে আরেকটি মেলেনি কখনও..... বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত। অনেকের হয়ত কিছু কিছু আগেই দেখা হয়ে থাকবে। অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৫ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৪ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৩ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ২ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ১  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.