আমাদের কথা খুঁজে নিন

   

অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৫

অনিশ্চিত ভবিষ্যতের পথপানে চেয়ে বসে আছি ১। থ্রিডি ছবি ২। গাড়ির গায়ে পেইন্টিং ৩। কোন সিড়ি যে কই গেছে আল্লাই মালুম ৪। নীচের ছবিতে বেগুনি ও সোনালী রঙের সাইন ওয়েভের ব্যাকগ্রাউণ্ড কিন্তু ‘পারফেক্ট সাদা’ ৫।

নীচের ছবির মাঝখানের ক্রস চিহ্নটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে সাদা লিখাগুলোকে কমলা ও সবুজ রঙে দেখতে পাবেন। ৬। এই ছবিটিও কিন্তু স্থির ৭। নীচের ছবিতে মাছগুলো কি উঠানামা করে এগিয়ে যাচ্ছে? মোটেও নয়, এরা কিন্তু যার যার জায়গায় স্থির রয়েছে। ৮।

নীচের ছবিটির মাঝে তাকিয়ে থাকুন, দেখুন কেমন যেন ফুলে ফেঁপে উঠছে। ৯। আর এই ছবিটির চারটি ডিজাইন কেমন যেন সংকুচিত হয়ে আসছে ১০। নীচের ছবির সাইনওয়েভের প্রতিটি রেখাই কিন্তু সমান ১১। এটা কিন্তু আসলে ভেসে নেই, ছায়াটা আসলে একটা পতাকা স্ট্যান্ডের ১২।

কংকাল নাকি মানুষ? ১৩। এই ছবিতে AB ও ACকে অসমান মনে হলেও তারা আসলে একই সমান। ১৪। দেখুন তো কোনদিকে এই চাকাটি ঘুরছে? ক্লকওয়াইজ নাকি এন্টি-ক্লকওয়াইজ? নাকি দুই দিকেই? ১৫। সবচেয়ে শেষে রয়েছে একটি চমক।

নীচের ছবিটিতে ভাল করে খেয়াল করুন, আমরা প্রায় সবাই বলব বেড়ালটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। কারণ এই সময়ে আমাদের মস্তিষ্কের ডান দিকটি কাজ করছে। আমরা যদি আমাদের মস্তিষ্কের বাম দিকটি কাজে লাগিয়ে বেড়ালটির দিকে তাকিয়ে থাকি, তাহলে একসময় মনে হবে বেড়ালটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। এটা দেখতে পাবার জন্য, বেড়ালটির লেজের দিকে তাকিয়ে থাকুন। বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত।

অনেকের হয়ত কিছু কিছু আগেই দেখা হয়ে থাকবে। অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৫ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৪ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৩ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ২ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ১  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.