আমাদের কথা খুঁজে নিন

   

অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ২

অনিশ্চিত ভবিষ্যতের পথপানে চেয়ে বসে আছি ১। নিচের ছবিটির বাইরের বৃত্তটি কি উপরে নিচে উঠানামা করছে? নাকি শুধু এর বিন্দুগুলোর রং হালকা থেকে গভীর হচ্ছে? ২। নিচের টিউবের মুখগুলো কিন্তু আপনার জন্যই ক্রমাগত কাছে আসছে। আপনি খুশী তো? ৩। নিচের চাকাটি কোনদিকে ঘুরছে?? ৪।

নিচের তিনটি পিলারকে আড়াআড়িভাবে এগিয়ে যেতে দেখলেও এরা কিন্তু যার যার জায়গায় শুধু উঠানামা করছে ৫। মানুষের মুখ দেখেন নাকি একটা মেয়ে?? ৬। লক্ষ্য করুন, নিচের ছবিটির চারটি সাদা বিন্দু যখন বাইরের ছাই রংয়ের বৃত্তের দিকে এগিয়ে যায়, তখন ঐ চারটি সাদা বিন্দুর সংযোগস্থলে একটি বর্গ রূপ নেয়, যা আসলে নেই। ৭। বিড়ালের মুখের দিকে তাকিয়ে থাকুন কিছুক্ষন।

৮। কাকে দেখতে পান? মুখ নাকি যিশু? ৯। ফুলের সৌন্দর্য দেখুন ১০। নিচের দুটো আয়তক্ষেত্র আপাত: দৃষ্টিতে একে অন্যের সাথে, সমান্তরাল মনে না হলেও আসলে কিন্তু এরা সমান্তরাল। ১১।

এটা নিশ্চয়ই বহুবার দেখছেন? আবারও দেখুন ১২। একইরকম আরও ২টি দেখুন ১৩। নীচের বিখ্যাত "আফগান গার্ল" ছবিটির দিকে ঠায় তাকিয়ে থাকুন প্রায় এক মিনিট। এরপর দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিন। আগেই বলেছি আপনার দৃষ্টিশক্তি নিয়ে আমার কিছু করার নেই।

১৪। নীচের ছবিটিতে একজনের পার্শ্বদৃশ্য দেখতে পাচ্ছেন। আসলেই কি তাই। এবারে পুরো ছবিটা দেখুন ১৫। কি দেখতে পাচ্ছেন? বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত।

অনেকের হয়ত কিছু কিছু আগেই দেখা হয়ে থাকবে। অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৫ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৪ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৩ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ২ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ১  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.