অনিশ্চিত ভবিষ্যতের পথপানে চেয়ে বসে আছি ১। নীচে একজন প্রৌঢ় ভদ্রলোকের হাসি হাসি চেহারা দেখছেন, তাই নয় কি? আচ্ছা ছবিটির কোন অস্বাভাবিকতা কি চোখে পড়ছে? ছবিটি ১৮০ ডিগ্রি ঘুরিয়ে (কিংবা আপনার মাথা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে - যেটা আপনার পছন্দ!) দেখুন তো।
২। নীচের সাদাকালো ছবিটি কি শুধুই সাদা ব্যাকগ্রাউণ্ডে কালো কিছু বৃত্ত, নাকি অন্য কিছু? মনিটর থেকে একটু দূরে গিয়ে দাঁড়ান - সাদাকালোর বিভেদ নিয়ে বিখ্যাত একটি গান গাওয়া প্রয়াত একজন শিল্পী এখানে লুকিয়ে আছেন
৩। মিডিয়ার হাতে রয়েছে অমিত শক্তি।
কেউ তা ভালভাবে ব্যবহার করে আর কেউ বা নিয়োজিত হয় ঘৃণ্য ইয়েলো জার্নালিজমের মত কাজে। নীচের ছবিটি লক্ষ্য করুন। একটি নিষ্পাপ ছবিকে দুই ভাবে দেখানো যায়।
৪। এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন কিছুক্ষন
৫।
ছবিটি কিন্তু আসলে স্থির হয়ে আছে।
৬। কাছে থেকে কিছু না মনে হলেও একটু দূরে গিয়ে দেখুন, একজনের মুখ দেখতে পারবেন
৭। এটিও কিন্তু স্থির হয়ে আছে
৮। বোতলের মুখটা কোথায় বলুনতো?
এটা আসলে গাড়ির গায়ে পেইন্টিং
৯।
ছোটবেলাতে এই ছবি নিশ্চয়ই অনেকবার দেখেছেন?
১০। দেখুন তো নীচের লাইন দুটি সোজা-সমান্তরাল কিনা। বাঁকা মনে হলেও এরা ‘পারফেক্ট প্যারালাল’
১১। আশ্চর্য হলেও সত্যি নীচের ছবিটির লম্বালম্বি ও আড়াআড়ি রেখাগুলো একে অপরের সমান্তরাল
১২। নীচের ছবিটি কি শুধুই সাদা কালো কিছু ত্রিভুজ?
১৩।
পারসেপশন বা বোধ থেকে আমরা অনেক কিছুই সহজে অনুমান করে ফেলতে পারি। নীচের ছবিটি দেখুন। কি মনে হল? লেখা আছেঃ Wonders of Perception।
আসলেই কি তাই? এবার একটু উপর বা নিচ থেকে তাকিয়ে প্রতিটি অক্ষর খেয়াল করুন। লেখা আছেঃ Wqndfbs qe Pfbcfptlqn
১৪।
আপনি বলবেন, এই লেখা আমি কিভাবে পড়ব? কিন্তু আপনি কিন্তু চায়নিজ বা জাপানি ভাষা না জেনেও কি লেখা আছে পড়তে পারবেন। এর জন্য আপনার ইচ্ছাশক্তিই যথেষ্ট!
বামেরটাতে লেখা আছেঃ fly, yielding, impossible, find, applying, forgotten, four, introduction, practice, falling, together, expericene
আর ডানেরটাতে আছেঃ little, bo, her, bo, peep, sheep, peep, has, and, little, lost, can
১৫। প্রকৃতির কিছু ইলিউশন দেখেন
বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত। অনেকের হয়ত কিছু কিছু আগেই দেখা হয়ে থাকবে।
অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৫
অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৪
অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৩
অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ২
অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ১
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।