। । বছর দুয়েক আগে গ্রামীনফোনের একটা অফার পাওয়ার জন্য বেশ উঠে পরে লেগেছিলাম । অফারটা ছিল গত মাসে যত টাকার কথা বলা হয়েছিল পরের মাসে তার দ্বিগুণ পরিমাণ কথা বললে পাওয়া যাবে স্যামস্যাং জেনোয়া হ্যান্ডসেট । দ্বিগুণ পরিমাণ টাকা ব্যাবহার করে কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম ।
তখন তাদের বক্তব্য ছিল আরো কম সময়ে উত্তর দেয়ার চেষ্টাকরুন । মানে এভাবে আমাকে খেলতে থাকতে হবে। তাহলে বোঝেন ব্যাপারখানা !! বলা বাহুল্য আমি কৃতকার্য হই নি ।
অনেকদিন পর এই ঘটনা মনে পরার কারণ হল গ্রামীনফোন আবার আমাকে বলছে তারা নাকি আমাকে স্যামস্যাং গ্যালাক্সি এস ফোর দেবে। এর জন্য আমাকে হাবিযাবি কিছু করা লাগবে ।
এখন কথা হল এই অফারগুলো মূলত তারাই পায় যারা মোবাইলে হাজার হাজার টাকা খরচ করে কথা বলে ,কুইজ খেলে । যারা এভাবে টাকা খরচ করতে পারে তারা ওসব সেট এমনিতেও কিনতে পারে । তাদের অফারের দরকার নাই । কিন্তু ঘুরেফিরে তারাই জয়ী হয় । এ যেন তেলে মাথায় তেল দেয়া ।
তবে হ্যাঁ এইসমস্ত অফার পাইছে এমন কাউকে আজ পর্যন্ত কাউকে দেখি নি বা শুনিনি । সম্ভবত এমন বিত্তবান কাউকে চিনি না । এই হ্যান্ডসেটগুলো আদৌ দেয়া হয় কিনা সে বিষয়েই আমার যথেষ্ট সন্দেহ বিদ্যমান ।
একজন মোটামুটি যুক্তিবাদী মানুষ হিসেবে আমিএটা বুঝি যে তারা এখানে ব্যাবসা করতে এসেছে ,চ্যারিটি করার জন্য নয় । আমি তাদের পাকা ধানে মই দেই নি ।
কাজেই আমার সাথে তাদের শত্রুতা নেই । ইটস অল জাস্ট গুড বিজনেস ,নাথিং পার্সোনাল । তাদের পুজিঁবাদী ব্যাবসার বিরুদ্ধে আমার আবস্থান সীমিত এবং নগণ্য । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।