আমাদের কথা খুঁজে নিন

   

যৌনতার চেয়েও আকর্ষণীয় ফেইসবুক!

আমি অকৃতি অধম সম্প্রতি ইউনিভার্সিটি অফ শিকাগোর এক গবেষণায় জানা গেছে যৌনতা ও সিগারেটের চেয়েও বেশি মোহনীয় সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটার। খবর আইফোরইউ-এর। গবেষকরা ব্ল্যাকবেরি ব্যবহারকারীদের রেকর্ড পর্যবেক্ষণ করে। জার্মানির প্রায় ২৫০ ইন্টারনেট বাবহারকারী এতে অংশগ্রহণ করেন। তারা জানান, ফেইসবুক বা টুইটারে কোনকিছু শেয়ার করার জন্য তারা যেভাবে উদগ্রীব থাকেন, যৌনতা বা সিগারেট তাদের অতোটা আকর্ষণ করে না। ১৮ থেকে ৮৫ বছর বয়সি অংশগ্রহণকারীরা জানান, তারা দিনে কম করে হলেও সাতবার এসব সাইটে যান এবং সপ্তাহে প্রায় ১৪ ঘণ্টা ফেইসবুক বা টুইটারে কাটান। গবেষণায় দেখা গেছে, এখন ফেইসবুক, টুইটার বা অন্যান্য সোশাল নেটওয়ার্ক অনেকটা নেশায় দাঁড়িয়ে গেছে। সহজলভ্যতা ও স্বল্প খরচ এর মূল কারণ বলে গবেষণায় জানানো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.