Engineer Ashikujjaman Ashik উষ্ণ পরশ কিংবা রোমাঞ্চকর অনুভূতি বিনিময়। প্রিয়জনকে কাছে টানতে এমন নিবেদন যেন সহজাত। এভাবে অনুভূতির সূক্ষ্ম ব্যবহারের মাধ্যমে ভালোবাসায় কানায় কানায় ভরিয়ে দেওয়া যায় দৈনন্দিন জীবনকে।
বোদ্ধাদের মতে, একটু সময়োপযোগী হলে সামান্য প্রতিদান দিয়েও কাছের মানুষের প্রতি ভালোবাসা নিবেদন করা যায় অধিক সরস ও প্রাণবন্তভাবে। কাছের মানুষকে ভালোবাসা নিবেদনে এমন কিছু সহজাত পন্থাই বর্ণিত হলো এখানে।
আপনার সঙ্গীর সঙ্গে যে ছবিগুলো তুলেছেন তার সবগুলো নিয়ে একটি অ্যালবাম তৈরি করুন। প্রতিটি ছবির নিচে এক লাইনের মজার শিরোনাম দিন—যা আপনার স্মৃতিকে প্রাণবন্ত করে রাখবে, বাঁচিয়ে রাখবে প্রিয় মুহূর্তগুলোকে। পরস্পরের প্রতি ভালোবাসার আবেদন জাগাবে এটি।
বাতি বন্ধ করে ঘুমোতে যাবেন। অন্ধকারেও ভালোবাসি শব্দটিকে উজ্জ্বল করে তুলতে চাইছেন।
‘ভালোবাসি’ লেখা এমন স্টিকার কিনুন, অন্ধকারেও জ্বলজ্বল করবে যেটি ।
অনুভূতির পরিপূর্ণ প্রকাশে গান হতে পারে অন্যতম মাধ্যম। এমন একটি গান নির্বাচন করুন যেটি আপনার সঙ্গীরও পছন্দের। সময় বুঝে গানটি গলা ছেড়ে গেয়ে শোনান কাছের মানুষটিকে। নিজের গাওয়া গান কিংবা আবৃত্তি করা কবিতা একটি সিডিতে সংরক্ষণ করুন।
ঘুরতে গেলে সঙ্গীকে দিয়ে দিন সেই সিডিটি, যেন সে রেকর্ড করা বিষয়গুলো শুনতে পারে।
বিশেষ উপলক্ষ্যে নামীদামি রেস্তোঁরায় না গিয়ে বাসায় মজাদার ও পছন্দ অনুযায়ী খাবার তৈরি করুন। রান্নার সময় একে অন্যকে সহায়তা করুন। আর পরিবেশন করুন রুচিসম্মত উপায়ে।
কাছের মানুষকে সন্তুষ্ট করতে ব্যতিক্রমী একটি নাস্তা তৈরি করুন।
চমকে দিন তাঁকে। একই ধারা বজায় রাখুন দুপুরেও। সম্ভব হলে কর্মস্থলে দুপুরের খাবার পৌঁছে দিন।
নির্মল আনন্দের জন্য ভ্রমণের বিকল্প নেই। সুযোগ পেলে ছুটির দিনগুলোতে একত্রে ভ্রমণে যেতে ভুলবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।